Ajker Patrika

বিপিএলে কাল বাংলা ভাষার বিশেষ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৫২
বিপিএলে কাল বাংলা ভাষার বিশেষ দিন

বিশ্বের আর সব ফ্র্যাঞ্চাইজি লিগের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) যেহেতু আন্তর্জাতিক পর্যায়ের, টুর্নামেন্টের অফিশিয়াল ভাষা তাই ‘ইংরেজি’। টুর্নামেন্টসর্ম্পকিত দাপ্তরিক সব যোগাযোগের মাধ্যম ইংরেজি হলেও এক দিনের জন্য পুরো ‘বাংলা ভাষার’ ব্যবহার করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাতে বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত ইংরেজিতে বিজ্ঞপ্তি পাঠিয়ে থাকে বিসিবি। আজ এই বিজ্ঞপ্তি তারা বাংলাতেই লিখেছে। আগামীকাল ২০২৩ বিপিএলের লিগ পর্বের শেষ দুটি ম্যাচে বাংলা ভাষাভাষী ধারাভাষ্যকার ও উপস্থাপকেরা আগামীকাল যতটা বেশি বাংলা ভাষায় ধারাভাষ্য দেবেন এবং অনুষ্ঠান উপস্থাপনা করবেন। যেহেতু বিদেশি ধারাভাষ্যকারও আছেন, তাঁরা ইংরেজিতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের তাৎপর্য ইতিহাস নিয়ে আলোচনা করবেন। বাংলা ভাষাকে সম্মান জানানোর এই আয়োজনে বাংলা অক্ষর সংবলিত পাঞ্জাবি পরবেন ধারাভাষ্যকররা।

ম্যাচের আগে বাংলাদেশি খেলোয়াড় কিংবা কোচিং স্টাফদের বাংলায় সাক্ষাৎকার নেওয়া হবে। যদি বাংলাদেশের খেলোয়াড়দের কেউ ম্যাচসেরা হন, তাঁর সাক্ষাৎকার বাংলাতেই নেওয়া হবে বলে জানা গেছে। প্রতিটি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ধারাভাষ্যকররা বাংলায় লেখা ‘আর্ম ব্যান্ড’ বা বাহু বন্ধনী পরবেন।

ম্যাচের ফাঁকে এলইডি বড় পর্দায় বাংলা ভাষা নিয়ে বিখ্যাত কিছু উক্তি, কবিতা, গানের কথা প্রদর্শন করা হবে। যেহেতু ভাষাকে সম্মান জানানোর উদ্যোগ, বিসিবি চাইছে আগামীকাল বিপিএলে একটি বিতর্কমুক্ত দিন উপহার দিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত