ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে