Ajker Patrika

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বাংলাদেশকে বার্তা দিল ওমান

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বাংলাদেশকে বার্তা দিল ওমান

ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান। 

মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন। 

পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া। 

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ। 

আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত