ইডেন গার্ডেনসে গতকাল বাংলাদেশের ২০ ওভার ব্যাটিং দেখেই চলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল নেদারল্যান্ডস ম্যাচসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হারা বাংলাদেশের এমন দুর্দশায় তাঁর নামটাও এসেছে সাকিব আল হাসানদের নামের সঙ্গে। খারাপ সময়ের চক্রে আটকে যাওয়া বাংলাদেশ নিয়ে পাপন কিছু বলতে চান, এমন কথা শোনার পর ক্রিকেট দলের হোটেলের সামনে সংবাদ কর্মীদের ভিড়।
তিনি কথা বললেই প্রায় প্রতি সময়ে কোনো না কোনো বিস্ফোরণ ঘটে, তাই পাপনকে ঘিরে জমছিল কৌতূহল। আজ না আবার কী বলে বসেন এমন প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত নরম সুরেই কথা বলতে দেখা গেল বিসিবি সভাপতিকে। দলের দুঃসময়ে তিনি পাশে আছেন বলেই জানালেন সংবাদমাধ্যমকে।
সমালোচনার মুখে থাকা বাংলাদেশ দলের সাহস দরকার বলে মনে করেন পাপন। বললেন, ‘যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই, আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস জোগাতে হবে, বিশ্বাস জোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সব সময় কনফিউজ থাকবে।’
খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোনো সমস্যা ধরা পড়েনি পাপনের। দলে ঐক্য আছে বলে মনে করেন তিনি, ‘ওরা সকলে মিলে বলল যে, তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওরা জিততে পারছে না, এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে। কারণ ওরাই তো সুপারস্টার আমাদের। ছিল সব সময়। এটা তো একদিন দুই দিনের না। বছরের ওর বছর। রান পাচ্ছে না, এটাই এরা মেনে নিতে পারছে না। এটাই বললাম ওদের, যে মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এই ধরনের খেলা খেললে বা হারলে কথা বলবে।’
পাঁচ ম্যাচ খেলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাংলাদেশের নেই বললেই চলে। বিশ্বকাপে শেষ তিন ম্যাচে যেন বাংলাদেশ ভালো খেলে সেটাই এখন চাওয়া পাপনের। সমর্থকদের সমালোচনাকেও গুরুত্ব দিচ্ছেন না তিনি, ‘মানুষ বোর্ডকে বলবে, কোচিং স্টাফকে বলবে, প্লেয়ারদের বলবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে বলা উচিত না-এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি। আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারব সেটাও না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনো সম্ভব। হারা জিতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটা আসল। আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। আমি ওদের এটাই বলেছি, তাদের লড়াই করা উচিত।’
খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে বোর্ড আছে বলে পাপন জানালেন, ‘ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই। আমি বলেছি। খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’
ইডেন গার্ডেনসে গতকাল বাংলাদেশের ২০ ওভার ব্যাটিং দেখেই চলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল নেদারল্যান্ডস ম্যাচসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হারা বাংলাদেশের এমন দুর্দশায় তাঁর নামটাও এসেছে সাকিব আল হাসানদের নামের সঙ্গে। খারাপ সময়ের চক্রে আটকে যাওয়া বাংলাদেশ নিয়ে পাপন কিছু বলতে চান, এমন কথা শোনার পর ক্রিকেট দলের হোটেলের সামনে সংবাদ কর্মীদের ভিড়।
তিনি কথা বললেই প্রায় প্রতি সময়ে কোনো না কোনো বিস্ফোরণ ঘটে, তাই পাপনকে ঘিরে জমছিল কৌতূহল। আজ না আবার কী বলে বসেন এমন প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত নরম সুরেই কথা বলতে দেখা গেল বিসিবি সভাপতিকে। দলের দুঃসময়ে তিনি পাশে আছেন বলেই জানালেন সংবাদমাধ্যমকে।
সমালোচনার মুখে থাকা বাংলাদেশ দলের সাহস দরকার বলে মনে করেন পাপন। বললেন, ‘যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই, আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস জোগাতে হবে, বিশ্বাস জোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সব সময় কনফিউজ থাকবে।’
খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোনো সমস্যা ধরা পড়েনি পাপনের। দলে ঐক্য আছে বলে মনে করেন তিনি, ‘ওরা সকলে মিলে বলল যে, তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওরা জিততে পারছে না, এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে। কারণ ওরাই তো সুপারস্টার আমাদের। ছিল সব সময়। এটা তো একদিন দুই দিনের না। বছরের ওর বছর। রান পাচ্ছে না, এটাই এরা মেনে নিতে পারছে না। এটাই বললাম ওদের, যে মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এই ধরনের খেলা খেললে বা হারলে কথা বলবে।’
পাঁচ ম্যাচ খেলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাংলাদেশের নেই বললেই চলে। বিশ্বকাপে শেষ তিন ম্যাচে যেন বাংলাদেশ ভালো খেলে সেটাই এখন চাওয়া পাপনের। সমর্থকদের সমালোচনাকেও গুরুত্ব দিচ্ছেন না তিনি, ‘মানুষ বোর্ডকে বলবে, কোচিং স্টাফকে বলবে, প্লেয়ারদের বলবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে বলা উচিত না-এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি। আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারব সেটাও না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনো সম্ভব। হারা জিতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটা আসল। আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। আমি ওদের এটাই বলেছি, তাদের লড়াই করা উচিত।’
খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে বোর্ড আছে বলে পাপন জানালেন, ‘ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই। আমি বলেছি। খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২১ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে