Ajker Patrika

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫: ৫৭
বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্টে জিতল জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্টে জিতল জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

১৭৪ রানের লক্ষ্য টেস্টে আর এমন কী। আজকের দিন বাদ দিলেও সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের বাকি থাকে আরও এক দিন। কিন্তু আজ চতুর্থ দিনে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। সব রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। একই সঙ্গে জিম্বাবুয়ের ফুরিয়েছে ৭ বছরের অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট জিম্বাবুয়ে জিতেছিল ২০১৮ সালে। এই সিলেটেই ৭ বছর আগে জিম্বাবুয়ে জিতেছিল ১৫১ রানে।

১৭৪ রানের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন ব্যাটিং করতে থাকেন ওয়ানডে মেজাজে। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাঁকেই বোলিংয়ে এনে থাকুন না কেন, স্বাগতিকদের সময় কাটে বল কুড়োতে কুড়োতেই। উইকেট পড়ার ছোট ছোট সুযোগও বাংলাদেশের পক্ষে আসে না।

দলীয় ৯৫ রানে অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙতে পারে বাংলাদেশ। ২১তম ওভারের শেষ বলে মিরাজকে তুলে মারতে যান কারেন। এজ হওয়া বল মিড অফে ক্যাচ ধরেন খালেদ আহমেদ। ৭৫ বলে ৭ চারে ৪৪ রান করে আউট হয়েছেন কারেন। টপ অর্ডারের আরেক ব্যাটার নিক ওয়েলচকেও দ্রুত ফিরিয়েছে বাংলাদেশ। ২৬তম ওভারের শেষ বলে তাইজুল সোজা আর্ম ডেলিভারিতে এলবিডব্লু করেছেন ওয়েলচকে।

তাইজুলের পর মিরাজের ঘূর্ণিতে এরপর চোখে সর্ষে ফুল দেখতে থাকে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট সফরকারীদের দুই ব্যাটারকে দ্রুত ড্রেসিংরুমে ফেরান মিরাজ। বেনেট ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। উইলিয়ামস করেন ৭ রান। জিম্বাবুয়ের স্কোর তখন পরিণত হয় ৩২.৫ ওভারে ৪ উইকেটে ১২৮ রান। এরই মধ্যে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২২ মিনিটে বৃষ্টি নামে সিলেটে। তখন জিম্বাবুয়ের স্কোর ৩৪.৪ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। তবে বৃষ্টির স্থায়িত্ব ছিল কেবল ৪ মিনিট।

৪ মিনিট বৃষ্টিতে বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে জিম্বাবুয়ে এগোতে থাকে ঠান্ডা মাথায়। তাইজুল, মিরাজের বোলিংয়েও ধার বাড়তে থাকে। ৪২তম ওভারের প্রথম বলে তাইজুলকে ফ্লিক করতে যান আরভিন। উইকেটরক্ষক জাকের আলী অনিক কড়া আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। শান্ত রিভিউ নিলে আরভিনের ব্যাটে স্পাইক দেখা যায়।

আরভিনের ঠিক পরের ওভারেই বিদায় নেন নিয়াশা মায়াভো। ৪৩তম ওভারের প্রথম বলে মিরাজের নিচু হওয়া বলে বোল্ড হয়ে যান মায়াভো। আরভিন (১০), মায়াভোর (১) উইকেট দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান। জিম্বাবুয়ের দুই ব্যাটার ওয়েসলি মাধেভেরে আর ওয়েলিংটন মাসাকাদজা যেন তখন মিরাজের ওভার কোনোমতে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মাসাকাদজা এরপর তাইজুলকে একটি করে চার ও ছক্কা মেরেছেন।

মিরাজের হাতেই শেষ পর্যন্ত বধ হয়েছেন মাসাকাদজা। ৪৯তম ওভারের তৃতীয় বলে মাসাকাদজাকে বোল্ড করেন মিরাজ। হাতে ৩ উইকেট ও পর্যাপ্ত ওভার থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের কাছে ১৩ রান অনেক কঠিন মনে হচ্ছিল। তবে সফরকারীরা খেলা শেষ করতে এরপর খেলেছে ১০ বল। ৫১তম ওভারের প্রথম বলে মিরাজকে রিভার্স সুইপে চার মেরে জিম্বাবুয়েকে ৩ উইকেটের জয় এনে দেন মাধেভেরে। প্রাণপণ চেষ্টা করেও মিরাজ (৫ উইকেট) ও তাইজুল (২ উইকেট) জেতাতে পারেননি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে টেস্টে ইনিংসে ১২ বার ৫ উইকেটের কীর্তি গড়েন। ম্যাচে এটা তাঁর তৃতীয়বারের মতো ১০ উইকেট নেওয়ার কীর্তি।

আউটফিল্ড ভেজা থাকায় সিলেট টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে স্থানীয় সময় ১১টায়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান থেকে বাংলাদেশ শুরু করেছে। তবে চতুর্থ দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ভিক্টর নিয়াউচি সহজে তালুবন্দী করেছেন।

১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের। এই জুটি ভাঙার পর ৬১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৭৯.২ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শান্তর ৬০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন জাকের। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২০.২ ওভার বোলিং করে ৭২ রানে নিয়েছেন ৬ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫০ রানে ৩ উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের এই পেসার।

এর আগে টস জিতে সিলেটে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকেই। জিম্বাবুয়ে এরপর তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন উইলিয়ামস। মিরাজ প্রথম ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট।

আরও পড়ুন:

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত