Ajker Patrika

সব ম্যাচেই কি ব্যাটার রান পাবেন, সাকিবদের অধিনায়কের পাল্টা প্রশ্ন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৮
সব ম্যাচেই কি ব্যাটার রান পাবেন, সাকিবদের অধিনায়কের পাল্টা প্রশ্ন

নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের বিপিএলে রংপুর রাইডার্স খেলছে দুর্দান্ত। টানা ৮ ম্যাচ জিতে সবার আগেই দলটি নিশ্চিত করেছে বিপিএলের প্লে অফ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে তারা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

রংপুর ভালো করলেও ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—এমনটা হয়তো সোহানকে বলা যাচ্ছে না। সেটা না বলতে পারার কারণ তাঁর ব্যাটিং ফর্ম। ১২ ম্যাচে করেছেন ২০৭ রান। গড় ২৫.৮৮ ও স্ট্রাইকরেট ১৩৫.২৯। নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের। ৩০ বলে ৪৬ রান করেন টুর্নামেন্টের ২০ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে সবশেষ তিন ম্যাচে সোহান আউট হয়েছেন ৫,২ ও ২ রান করে।

প্লে-অফের আগে টানা তিন ম্যাচে দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হওয়া কতটা দুশ্চিন্তার, সে ব্যাপারেই যেন তাঁকে আজ মনে করানো হয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। সোহান এখানে পাল্টা প্রশ্ন ছোড়েন সাংবাদিকদের। রংপুর অধিনায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘অফ ফর্ম বলতে... ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখেছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না নাহলে খেলা বুঝেন না। খেলা বুঝলে... আমি যে জায়গায় খেলছি সেটার পরিসংখ্যান দেখবেন।  কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি, সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’

সময় যত গড়াচ্ছে, সাকিব আল হাসান ব্যাটে বলে সমান তালে অলরাউন্ড পারফরম্যান্স করছেন। ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন দুইয়ে। রংপুরের আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নিয়েছেন ১৫ উইকেট। ব্যাটিংয়ে শেষ দিকে নেমে দারুণ ঝড় তুলতে পারেন। এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামেরও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। ৫ ম্যাচে ২ ফিফটি করেছেন, স্ট্রাইকরেট ১৬১.১৬। এমন অলরাউন্ডার থাকা দলের জন্য ভালো বলে মনে করেন সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘অবশ্যই (অলরাউন্ডার বেশি থাকা)। দলে যখন সাতজন বোলিং অপশন থাকবে, তখন ৮-৯ পর্যন্ত ব্যাটার থাকে। নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। দলের জন্য খেলতে মরিয়া-এই টাইপের যখন থাকবে তখন একজন অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত