নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের বিপিএলে রংপুর রাইডার্স খেলছে দুর্দান্ত। টানা ৮ ম্যাচ জিতে সবার আগেই দলটি নিশ্চিত করেছে বিপিএলের প্লে অফ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে তারা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
রংপুর ভালো করলেও ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—এমনটা হয়তো সোহানকে বলা যাচ্ছে না। সেটা না বলতে পারার কারণ তাঁর ব্যাটিং ফর্ম। ১২ ম্যাচে করেছেন ২০৭ রান। গড় ২৫.৮৮ ও স্ট্রাইকরেট ১৩৫.২৯। নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের। ৩০ বলে ৪৬ রান করেন টুর্নামেন্টের ২০ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে সবশেষ তিন ম্যাচে সোহান আউট হয়েছেন ৫,২ ও ২ রান করে।
প্লে-অফের আগে টানা তিন ম্যাচে দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হওয়া কতটা দুশ্চিন্তার, সে ব্যাপারেই যেন তাঁকে আজ মনে করানো হয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। সোহান এখানে পাল্টা প্রশ্ন ছোড়েন সাংবাদিকদের। রংপুর অধিনায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘অফ ফর্ম বলতে... ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখেছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না নাহলে খেলা বুঝেন না। খেলা বুঝলে... আমি যে জায়গায় খেলছি সেটার পরিসংখ্যান দেখবেন। কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি, সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’
সময় যত গড়াচ্ছে, সাকিব আল হাসান ব্যাটে বলে সমান তালে অলরাউন্ড পারফরম্যান্স করছেন। ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন দুইয়ে। রংপুরের আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নিয়েছেন ১৫ উইকেট। ব্যাটিংয়ে শেষ দিকে নেমে দারুণ ঝড় তুলতে পারেন। এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামেরও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। ৫ ম্যাচে ২ ফিফটি করেছেন, স্ট্রাইকরেট ১৬১.১৬। এমন অলরাউন্ডার থাকা দলের জন্য ভালো বলে মনে করেন সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘অবশ্যই (অলরাউন্ডার বেশি থাকা)। দলে যখন সাতজন বোলিং অপশন থাকবে, তখন ৮-৯ পর্যন্ত ব্যাটার থাকে। নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। দলের জন্য খেলতে মরিয়া-এই টাইপের যখন থাকবে তখন একজন অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের বিপিএলে রংপুর রাইডার্স খেলছে দুর্দান্ত। টানা ৮ ম্যাচ জিতে সবার আগেই দলটি নিশ্চিত করেছে বিপিএলের প্লে অফ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে তারা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
রংপুর ভালো করলেও ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—এমনটা হয়তো সোহানকে বলা যাচ্ছে না। সেটা না বলতে পারার কারণ তাঁর ব্যাটিং ফর্ম। ১২ ম্যাচে করেছেন ২০৭ রান। গড় ২৫.৮৮ ও স্ট্রাইকরেট ১৩৫.২৯। নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের। ৩০ বলে ৪৬ রান করেন টুর্নামেন্টের ২০ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে সবশেষ তিন ম্যাচে সোহান আউট হয়েছেন ৫,২ ও ২ রান করে।
প্লে-অফের আগে টানা তিন ম্যাচে দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হওয়া কতটা দুশ্চিন্তার, সে ব্যাপারেই যেন তাঁকে আজ মনে করানো হয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। সোহান এখানে পাল্টা প্রশ্ন ছোড়েন সাংবাদিকদের। রংপুর অধিনায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘অফ ফর্ম বলতে... ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখেছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না নাহলে খেলা বুঝেন না। খেলা বুঝলে... আমি যে জায়গায় খেলছি সেটার পরিসংখ্যান দেখবেন। কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি, সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’
সময় যত গড়াচ্ছে, সাকিব আল হাসান ব্যাটে বলে সমান তালে অলরাউন্ড পারফরম্যান্স করছেন। ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন দুইয়ে। রংপুরের আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নিয়েছেন ১৫ উইকেট। ব্যাটিংয়ে শেষ দিকে নেমে দারুণ ঝড় তুলতে পারেন। এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামেরও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। ৫ ম্যাচে ২ ফিফটি করেছেন, স্ট্রাইকরেট ১৬১.১৬। এমন অলরাউন্ডার থাকা দলের জন্য ভালো বলে মনে করেন সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘অবশ্যই (অলরাউন্ডার বেশি থাকা)। দলে যখন সাতজন বোলিং অপশন থাকবে, তখন ৮-৯ পর্যন্ত ব্যাটার থাকে। নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। দলের জন্য খেলতে মরিয়া-এই টাইপের যখন থাকবে তখন একজন অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
একটু এদিক সেদিক হলেই হলো। তাওহিদ হৃদয় প্রতিবাদ করতে ছাড়েন না। সামাজিক মাধ্যমে বিস্তারিত পোস্ট দিয়ে প্রতিবাদ তো জানান। এমনকি তাঁর সঙ্গে কোনো ঘটনা ঘটলে কড়া প্রতিবাদ করেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল একটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে