Ajker Patrika

কারস্টেনকে পাকিস্তান দলে অনিরাপদ মনে করছেন হার্শাও

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯: ৫৫
কারস্টেনকে পাকিস্তান দলে অনিরাপদ মনে করছেন হার্শাও

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বেশ গুমোট। পাকিস্তানের সংবাদমাধ্যমে গতকাল সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনকে উদ্ধৃত করে দলে অশান্তির পরিবেশের বিষয়টি সামনে আনা হয়। হরভজন সিংয়ের মতো হার্শা ভোগলেও পাকিস্তান দলে কারস্টেনের থাকা সুবিধাজনক মনে করছেন না। 

জিও নিউজে গতকাল প্রকাশ করা হয়, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে গতকাল জানা যায়, কারস্টেন জানিয়েছেন পাকিস্তান দলে একতা নেই। ক্রিকেটারদের ফিটনেস, ম্যাচে শট নির্বাচন—এসব নিয়েও কারস্টেন নাকি প্রশ্ন তুলেছেন। এমন খবর প্রকাশ হওয়ার পর কারস্টেনকে গতকাল পাকিস্তানের চাকরি ছাড়ার পরামর্শ দেন হরভজন। হরভজনের পর নিজের মতামত জানাতে দেরি করেননি হার্শা। নিজের এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘কোনো ড্রেসিংরুমের ব্যক্তিগত কথাবার্তা ফাঁস হয়ে গেলে তখন নিজেদের মধ্যে নিরাপত্তাহীনতা অনুভব হয়। আমি নিশ্চিত যে সেখানে কিছুটা নিজের মতো করে সাজানো হয়েছে।’ 

এ বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পান কারস্টেন। দায়িত্ব পাওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল তাঁর কোচ হিসেবে প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি ছিল তুলনামূলক তিন সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। তবু পাকিস্তান বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই।

হার্শার মতে, পাকিস্তান দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কারস্টেনের একটু সময় লাগবে। ভারতীয় ধারাভাষ্যকার একই সঙ্গে পুরোনো স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন। ২০১১ সালে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জেতে, তখন দলটির কোচ ছিলেন কারস্টেন। শচীন টেন্ডুলকার সেবার পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। কারস্টেন প্রসঙ্গে হার্শা আরও বলেন, ‘গ্যারি কারস্টেনের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার হবে। তবে তিনি খুব ভালো মানুষ। পাকিস্তান তার জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে। যখন তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন, কিছু কঠিন মানুষও ছিলেন। তবে খেলোয়াড়েরা ছিল অসাধারণ। এ কারণে জুটিটা দারুণ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত