Ajker Patrika

বাবর একদিন কিংবদন্তি হবে, বললেন হরভজন 

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫: ৩৮
বাবর একদিন কিংবদন্তি হবে, বললেন হরভজন 

বর্তমান সময়ে অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তিন সংস্করণেই দিনকে দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। পাকিস্তান অধিনায়কে মুগ্ধ হরভজন সিংও। সাবেক এই ভারতীয় স্পিনার মনে করেন, বাবর একদিন কিংবদন্তি হবে।  

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও বিস্ফোরক ফর্মে ছিলেন বাবর। দুই টেস্টে দুই ফিফটি ও এক সেঞ্চুরি করেছিলেন। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে হয়েছিলেন সিরিজসেরা। সময়ের অন্য সেরাদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বাবর। 

হরভজনের মূল্যায়ন,‘আমি মনে করি সে ‘ফ্যাব ফোরে’ থাকতে পারবে কি না, সেটা এখনই বলা একটু আগেভাগে হয়ে যায়। সত্যি বলতে আমি জানিও না এই ফ্যাব ফোর কারা। তবে অবশ্যই বাবরের কিছু বিশেষ গুণ আছে। আত্মবিশ্বাস ও কৌশলের সমন্বয়ে সে একজন পরিপূর্ণ ব্যাটার। যেভাবে  খেলে যাচ্ছে একদিন সে কিংবদন্তি ক্রিকেটার হবে।’

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন বাবর। আর টেস্টে আছেন পাঁচ নম্বরে। কিন্তু হরভজন মনে করেন এখনই তাকে যেকোনো পর্যায়ে ফেলা ঠিক হবে না। তিনি বলেছেন,‘এখন সে শুধু খেলে যাক আর রান করার দিকে মনোযোগ দিক। একই সঙ্গে দলের হয়ে ম্যাচ জিতুক। মেধার দিক দিয়ে সে কারোর চেয়ে কম নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত