বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। দেশের বাইরেও তামিমের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। ফলে বিশ্বকাপে যে দেশসেরা ওপেনারের বিষয়টি বাংলাদেশ দলে প্রভাব রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপ শুরু হলে সেটা জানা যাবে। তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার।
গৌহাটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের মাঝে হাসান বলেছেন, ‘মনে করি, দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’
তামিমের বাদ পড়ার বিষয়ে আর কিছু না বললেও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সতীর্থ পেসারদের নিয়ে বেশ প্রশংসাই শোনা গেল হাসানের মুখে। কোচের বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর মতো একজনকে আমাদের দলে পাওয়াটা দুর্দান্ত। তিনি সব সময়ই সহায়তা করেন। আমরা পেসাররা সাধারণত শুরুর দিকে আর ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করতে পারি, তা নিয়ে আলোচনা করি। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তিনি। এটি সত্যি অসাধারণ।’
গত দেড় বছর ধরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন হাসান। বেশ ভালো বোলিংও করছেন তাঁরা। সেই বিষয় নিয়েই প্রথমবারে মতো বিশ্বকাপে খেলতে যাওয়া হাসান বলেছেন, ‘এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে পেসাররা ভালো করে আসছি। ইতিমধ্যে তাসকিন ও মোস্তাফিজ দেশের হয়ে ভালো করেছে। আইপিএলে প্রচুর ম্যাচে খেলার কারণে ভারতে কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেদিক থেকে জুনিয়র এবং নতুন হিসেবে তাদের সঙ্গে বিষয়টি সত্যিই দারুণ হবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটুকু দিয়েই বোলিং করব।’
বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। দেশের বাইরেও তামিমের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। ফলে বিশ্বকাপে যে দেশসেরা ওপেনারের বিষয়টি বাংলাদেশ দলে প্রভাব রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপ শুরু হলে সেটা জানা যাবে। তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার।
গৌহাটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের মাঝে হাসান বলেছেন, ‘মনে করি, দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’
তামিমের বাদ পড়ার বিষয়ে আর কিছু না বললেও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সতীর্থ পেসারদের নিয়ে বেশ প্রশংসাই শোনা গেল হাসানের মুখে। কোচের বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর মতো একজনকে আমাদের দলে পাওয়াটা দুর্দান্ত। তিনি সব সময়ই সহায়তা করেন। আমরা পেসাররা সাধারণত শুরুর দিকে আর ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করতে পারি, তা নিয়ে আলোচনা করি। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তিনি। এটি সত্যি অসাধারণ।’
গত দেড় বছর ধরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন হাসান। বেশ ভালো বোলিংও করছেন তাঁরা। সেই বিষয় নিয়েই প্রথমবারে মতো বিশ্বকাপে খেলতে যাওয়া হাসান বলেছেন, ‘এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে পেসাররা ভালো করে আসছি। ইতিমধ্যে তাসকিন ও মোস্তাফিজ দেশের হয়ে ভালো করেছে। আইপিএলে প্রচুর ম্যাচে খেলার কারণে ভারতে কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেদিক থেকে জুনিয়র এবং নতুন হিসেবে তাদের সঙ্গে বিষয়টি সত্যিই দারুণ হবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটুকু দিয়েই বোলিং করব।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৬ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৭ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৮ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৯ ঘণ্টা আগে