নিজস্ব প্রতিবেদক, মুম্বাই থেকে
কাগিসো রাবাদার বলে অন সাইডে ২ রান নিয়ে মাহমুদউল্লাহ পৌঁছালেন ৯৯ রানে। পরের শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে তিনি পৌঁছে গেলেন সেঞ্চুরিতে! জানতেন, এই সেঞ্চুরি দলের জয় এনে দিচ্ছে না। তবু লাফ দিয়ে উদ্যাপন করেছেন, এরপর ড্রেসিংরুমের দিকে আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। দিয়েছেন সিজদা। মাহমুদউল্লাহর এই উচ্ছ্বাস যেন তাঁকে ঘিরে বহু বিতর্কের উত্তর।
উদ্যাপনে মাহমুদউল্লাহ আঙুল দিয়ে যে ইশারা দিয়েছেন, সেটির অর্থ করলে দাঁড়ায়, ‘ওপরে আল্লাহ আছেন।’ এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি মাহমুদউল্লাহর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি এল আজ।
এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিচ্ছেন। অথচ বিশ্বকাপের আগে টানা ছয় মাস তিনি ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের দলেও ছিলেন না মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরেন। শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে জায়গা পান।
এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে ছিটকে যেতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু আগে নেমেছেন। ছয়ে নেমেও স্বস্তিতে ব্যাটিং করার সুযোগ ছিল না। দল তখন ঘোর বিপর্যয়ে। বোলারদের নিয়েই লড়াই চালিয়ে গেলেন। নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। জেরাল্ড কোয়েটজির শিকার হওয়ার আগে করে গেলেন ১১১ বলে ১১১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারের রাতে তাঁর ইনিংসটিই হয়ে রইল বাংলাদেশের বড় সান্ত্বনা।
সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে এটিই বললেন মাহমুদউল্লাহ, ‘আমি কিছু না, ওপরে আল্লাহ আছেন।’
কাগিসো রাবাদার বলে অন সাইডে ২ রান নিয়ে মাহমুদউল্লাহ পৌঁছালেন ৯৯ রানে। পরের শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে তিনি পৌঁছে গেলেন সেঞ্চুরিতে! জানতেন, এই সেঞ্চুরি দলের জয় এনে দিচ্ছে না। তবু লাফ দিয়ে উদ্যাপন করেছেন, এরপর ড্রেসিংরুমের দিকে আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। দিয়েছেন সিজদা। মাহমুদউল্লাহর এই উচ্ছ্বাস যেন তাঁকে ঘিরে বহু বিতর্কের উত্তর।
উদ্যাপনে মাহমুদউল্লাহ আঙুল দিয়ে যে ইশারা দিয়েছেন, সেটির অর্থ করলে দাঁড়ায়, ‘ওপরে আল্লাহ আছেন।’ এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি মাহমুদউল্লাহর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি এল আজ।
এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিচ্ছেন। অথচ বিশ্বকাপের আগে টানা ছয় মাস তিনি ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের দলেও ছিলেন না মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরেন। শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে জায়গা পান।
এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে ছিটকে যেতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু আগে নেমেছেন। ছয়ে নেমেও স্বস্তিতে ব্যাটিং করার সুযোগ ছিল না। দল তখন ঘোর বিপর্যয়ে। বোলারদের নিয়েই লড়াই চালিয়ে গেলেন। নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। জেরাল্ড কোয়েটজির শিকার হওয়ার আগে করে গেলেন ১১১ বলে ১১১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারের রাতে তাঁর ইনিংসটিই হয়ে রইল বাংলাদেশের বড় সান্ত্বনা।
সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে এটিই বললেন মাহমুদউল্লাহ, ‘আমি কিছু না, ওপরে আল্লাহ আছেন।’
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৩ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৬ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৬ ঘণ্টা আগে