Ajker Patrika

স্টোকসের মতো হতে চান কারান

স্টোকসের মতো হতে চান কারান

বেন স্টোকসের অবসরকে কেন্দ্র করে ওয়ানডে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা চলছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডারের অবসর নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। একই সঙ্গে তাঁর অবসরে ভাবতে হচ্ছে ইংলিশদেরও। 

৫০ ওভারের ক্রিকেটকে আকস্মিকভাবে বিদায় জানিয়েছিলেন স্টোকস। তাঁর অনুপস্থিতি ইংল্যান্ড দলেও প্রভাব ফেলতে পারে। তবে সেটাকে বুঝতে দিতে চান না তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে কারান জানিয়েছেন, স্টোকসের মতো দলে অবদান রাখতে চান তিনি। 

 ২০২৩ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য শিরোপা ধরে রাখার মিশন। তার আগেই দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের অবসর দলের জন্য বড় ঘাটতি হতে পারে। যদিও স্টোকসের জায়গাটা নিতে চান কারান। তিনি বলেছেন, ‘স্টোকসের মতো হতে চাই। চেষ্টা করছি তাঁকে নকল করতে। তাঁর না থাকা দলের জন্য বিশাল ক্ষতি। সতীর্থরা তাঁকে মিস করছে। ওয়ানডে অধিনায়ক বাটলার ও দলের কাছ থেকে এ বিষয়ে বার্তা পেয়েছি।’ 

স্টোকসের অবসর কারানের জন্য সুখবরও বটে। এতদিন স্টোকসের ছায়া হয়ে থাকা এই অলরাউন্ডারের সামনে সুযোগ আছে নিজেকে মেলে ধরার। চ্যালেঞ্জটা নিয়েই কারান বলেছেন, ‘স্টোকস না থাকায় এখন ওপরে ব্যাটিং করতে পারব। যা আমাকে একজন ব্যাটার হিসেবেও পরিচিত করবে। পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করার চেষ্টা করব। এ জন্য মঈন আলী ও স্টোকসের পরামর্শ নিচ্ছি। কঠিন মুহূর্তে ব্যাটিং করার দারুণ অভিজ্ঞতা আছে তাঁদের।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু করেছেন কারান। স্টোকসদের মতো সংস্করণ বেছে খেলতে আগ্রহী না ২৪ বছর বয়সী ক্রিকেটার, ‘এখন অনেক খেলা হচ্ছে। আমার লক্ষ্য দলের হয়ে তিন সংস্করণে খেলা। ছোট থেকেই এ স্বপ্ন দেখে আসছি। দেশের হয়ে ম্যাচ জেতার মতো আনন্দ আর নেই। আমার স্বপ্ন দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ জেতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত