নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।
বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে