Ajker Patrika

এই ফটোসেশনেও নেই সাকিব

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫: ৪৬
এই ফটোসেশনেও নেই সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে ক্রাইস্টচার্চ সফরে গেছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আছে পাকিস্তান। প্রথম দিনে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাবর আজমদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা। 

সিরিজ শুরুর আগে তিন দলের অধিনায়ককে নিয়ে ট্রফি সামনে রেখে আজ হয়ে গেল ফটোসেশন। অনুষ্ঠানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম থাকলেও ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর জায়গায় ফটোসেশনে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। 

সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারেননি। তবে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স কোয়ালিফায়ার থেকে বাদ পড়ায় গত ২৮ সেপ্টেম্বর শেষ হয় সাকিবের সিপিএল অভিযান। সিপিএল শেষে সাকিব যান তাঁর যুক্তরাষ্ট্রের বাড়িতে ৷ সেখান থেকেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ৩৫ বছর বয়সী অলরাউন্ডারের। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা আগামীকাল ৷ এ কারণে ফটোসেশনে দেখা যায়নি তাঁকে। 

সাকিবকে ত্রিদেশীয় সিরিজের ফটোসেশনে দেখা না যাওয়ায় ফের আলোচনা শুরু হয়েছে। ২০১৯ বিশ্বকাপে দলের ফটোসেশনে সাকিবের না থাকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গত জানুয়ারিতে বিপিএলের ফাইনালের আগেও ফটোসেশনে ছিলেন না তিনি। তাঁর জায়গায় ছিলেন সোহান। এবারও ফটোসেশনে উইলিয়ামসন ও বাবরের সঙ্গে দাঁড়াতে হলো সোহানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত