Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তো সাকিব–সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ০১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তো সাকিব–সোহান

টি–টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সেখানে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সাকিব আল হাসানের চোট। নুরুল হাসান সোহান তো তলপেটের চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচই খেলতে পারেনি। এখন অবস্থা এমনই দাঁড়িয়েছে এই দুজন যদি খেলতে না পারেন তাহলে একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে বাংলাদেশকে। 

তবে আশার কথা হলো সাকিবের চোটটা তেমন গুরুতর নয়। বাঁহাতি অলরাউন্ডারকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোহানের বিষয়ে ভালো সংবাদ পেতে অবশ্য দেরি হতে পারে। 

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং করার সময় হ্যামস্ট্রিং চোটে পড়া সাকিবকে ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে। সেই সময় শেষে আগামীকাল সাকিবের চোটের বিষয়টা মূল্যায়ন করা হবে। অন্যদিকে ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে তাসকিনের বলে তলপেটে চোট পাওয়া সোহান তিন দিনের বিশ্রামে আছেন। ১ নভেম্বর তার চোটের সর্বশেষ অবস্থা জানা যাবে। 

বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটা বলতে গেলে আনুষ্ঠানিকতা সারা। তবে দলে রিজার্ভ ক্রিকেটার না থাকায় এই দুজনকে পাওয়া না গেলে একাদশ সাজাতে গিয়েই সমস্যায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। সে জন্য সাকিব–সোহানের দ্রুত সেরে ওঠাটা খুবই জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত