Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল আইসিসি, ইংল্যান্ডও পেল শাস্তি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৮: ২১
ভারতের প্রতীকা রাওয়ালকে (ডানে) আইসিসি দিয়েছে কঠিন শাস্তি। আইসিসির শাস্তি থেকে বাদ যায়নি ইংল্যান্ডও। ছবি: ক্রিকইনফো
ভারতের প্রতীকা রাওয়ালকে (ডানে) আইসিসি দিয়েছে কঠিন শাস্তি। আইসিসির শাস্তি থেকে বাদ যায়নি ইংল্যান্ডও। ছবি: ক্রিকইনফো

লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।

সাউদাম্পটনে পরশু রাতে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডের ওপর ভিত্তি করে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে ভারতের নারী ক্রিকেটার প্রতীকা রাওয়ালের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে রাওয়ালের এটা প্রথম অপরাধ। আর ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে। ম্যাচ রেফারি সারা বার্টলেট শাস্তি দিয়েছেন। ভারতের রাওয়াল ও ইংলিশ অধিনায়ক নাটালি সাইভার ব্রান্ট দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে ঘটে যাওয়া দুটি ঘটনায় শাস্তি পেয়েছেন রাওয়াল। ১৮তম ওভারে ইংল্যান্ডের বোলার লরেন ফিলারের বলে সিঙ্গেল নিতে গিয়ে তাঁর (ফিলার) সঙ্গে ধাক্কা খেয়েছেন রাওয়াল। চাইলে অবশ্য এই ধাক্কা এড়ানো যেত। ঠিক তার পরের ওভারে (১৯তম ওভারের প্রথম বলে) রাওয়ালকে বোল্ড করেন সোফি একেলেস্টন। এবার ড্রেসিংরুমে যাওয়ার সময় একেলেস্টনকে ধাক্কা দিয়েছেন রাওয়াল। আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কাউকে বিনা কারণে ধাক্কা দিলে এই শাস্তির বিধান রয়েছে।

নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বোলিং করেছিল। এই ম্যাচে ভারত জিতেছিল ৪ উইকেটে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড। জবাবে ভারত ১০ বল হাতে রেখে ৬ উইকেটে ২৬২ রান তুলে ফেলে। ৬৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পান দীপ্তি শর্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত