Ajker Patrika

‘ভারতের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাচ্ছে’ 

‘ভারতের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাচ্ছে’ 

এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ-দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু হতে আর বেশিদিন বাকি নেই। তবু এমন সময়ে অধিনায়ক বদল করা, নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের সাবেক পেস বোলারের মতে, তাতে ভারতের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। 

ভারতীয় ক্রিকেট দল এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সিরিজে নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর খেলেছেন শুধু প্রথম ওয়ানডেতে। শেষ দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। রোহিতের মতো খেলেননি বিরাট কোহলিও। 
 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুকেশ কুমার, তিলক ভার্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করিয়েছে ভারত। মুকেশের তিন সংস্করণে অভিষেক হয়েছে আর তিলক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছেন। ওয়ানডে সিরিজে উদ্বোধনী জুটি গড়েছেন ইশান কিশান-শুভমান গিল। ৩ ম্যাচে জুটিতে ২৫১ রান করলেও গিল এক ম্যাচে ফিফটি করেছেন। আর ইশান তিন ম্যাচেই ফিফটি করেছেন। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল পাকিস্তান ঘোষণা করলেও ভারত ঘোষণা করেনি। লাহোরে গতকাল গণমাধ্যমকে সরফরাজ বলেন, ‘ভারতের সঙ্গে তুলনা করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে পাকিস্তানের দল অনেক শক্তিশালী। এই দুই টুর্নামেন্টের জন্য ভারত এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পাচ্ছে না। অধিনায়ক পরিবর্তন হচ্ছে। নতুন খেলোয়াড়দের দিয়ে চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে, ভারতের দল গড়ে ওঠার পরিবর্তে ধ্বংস হয়ে যাচ্ছে।’ 

এশিয়া কাপের পর ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারত সর্বশেষ আইসিসি ইভেন্ট জিতেছে ২০১৩ সালে ও পাকিস্তান ২০১৭ সালে সর্বশেষ কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ১০ বছর আইসিসি শিরোপা না জেতা, ঘরের মাঠে বিশ্বকাপ-এসব কারণে 
২০২৩ বিশ্বকাপে ভারত চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ। পাকিস্তানের সাবেক পেসার বলেন, ’ ঘরের মাঠে খেললে বেশি প্রত্যাশা থাকে। চাপও থাকে বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত