নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। এর ফাঁকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে দেখা গেল মুশফিকুর রহিমকে। মাঠের এক কোণে রাখা হলো ট্রফি। এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীকে।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে চুমু এঁকে দিতেও ছাড়লেন না শামীম পাটোয়ারি। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও ছিলেন সহকারী কোচ নিক পোথাস। তবে দেখা গেল না কদিন আগে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবালকে।
এরপর ট্রফি নেওয়া হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, নারী দলের ক্রিকেটার, বিকেএসপির শিক্ষার্থী, সংবাদমাধ্যম ও সমর্থকেরাও ছবি তুললেন। নির্বাচক হাবিবুল বাশার সুমনও ছিলেন সেখানে। ছবি তোলার পর বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
অনেক দিন ধরেই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই এই বিশ্বকাপে দলের কাছে ভালো কিছু আশা করছেন সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’
এবার শুধু খেলতে নয়, ট্রফির কাছাকাছি যেতে চায় বাংলাদেশ দল। দলের সেই স্বপ্নই যেন সংবাদমাধ্যমের কাছে তুলে ধরলেন এই নির্বাচক, ‘আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। ট্রফির কাছাকাছি যেতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। সেভাবে আশানুরূপ হয়নি ফল। ফলটা চাই অবশ্য (এবার)।’
তবে ট্রফির সঙ্গে ছবি তুলে তৃপ্ত নন সুমন। বিশ্বকাপ জিতে খোলা ট্রফিটা ধরতে চান তিনি। রোমাঞ্চিত বিসিবি নির্বাচক বললেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। এর ফাঁকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে দেখা গেল মুশফিকুর রহিমকে। মাঠের এক কোণে রাখা হলো ট্রফি। এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীকে।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে চুমু এঁকে দিতেও ছাড়লেন না শামীম পাটোয়ারি। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও ছিলেন সহকারী কোচ নিক পোথাস। তবে দেখা গেল না কদিন আগে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবালকে।
এরপর ট্রফি নেওয়া হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, নারী দলের ক্রিকেটার, বিকেএসপির শিক্ষার্থী, সংবাদমাধ্যম ও সমর্থকেরাও ছবি তুললেন। নির্বাচক হাবিবুল বাশার সুমনও ছিলেন সেখানে। ছবি তোলার পর বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
অনেক দিন ধরেই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই এই বিশ্বকাপে দলের কাছে ভালো কিছু আশা করছেন সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’
এবার শুধু খেলতে নয়, ট্রফির কাছাকাছি যেতে চায় বাংলাদেশ দল। দলের সেই স্বপ্নই যেন সংবাদমাধ্যমের কাছে তুলে ধরলেন এই নির্বাচক, ‘আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। ট্রফির কাছাকাছি যেতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। সেভাবে আশানুরূপ হয়নি ফল। ফলটা চাই অবশ্য (এবার)।’
তবে ট্রফির সঙ্গে ছবি তুলে তৃপ্ত নন সুমন। বিশ্বকাপ জিতে খোলা ট্রফিটা ধরতে চান তিনি। রোমাঞ্চিত বিসিবি নির্বাচক বললেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
মিরপুরে চলছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। গত তিন দিনে লিটনদের স্কিল ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেইট তো ছিলেনই, গতকাল যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
৩ মিনিট আগেসান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
২৪ মিনিট আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগেগেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
২ ঘণ্টা আগে