টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্ব শুরুর আগেই দল ছাড়ছেন শ্রীলঙ্কার পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্লান্ত এই কিংবদন্তি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় মেয়েকে দেখার জন্যও ব্যাকুল তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার আগে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ ছিলেন জয়াবর্ধনে। এর আগে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে ছিলেন। তখন থেকেই বাড়ির বাইরে আছেন তিনি। লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘একজন বাবা হিসেবে মেয়েকে না দেখে থাকার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাটা খুবই দরকার।’
দীর্ঘ সময় টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্লান্তও হয়ে পড়েছেন জয়াবর্ধনে। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, ‘এটা ভীষণ কষ্টকর। হিসেব করে দেখলাম গত জুন মাস থেকে টানা ১৩৫ দিন আমি জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি এখন ক্লান্ত। ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও বুঝতে পারছি। তাদের জানিয়েছি বর্তমানে যে ধরনের প্রযুক্তি আছে, তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয়। সেভাবেই (ভার্চুয়াল মাধ্যমে) আমি ওদের সঙ্গে থাকব।’
প্রথম রাউন্ড থেকে শ্রীলঙ্কা সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করলেও পরের পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা সহজ হবে না জানা আছে জয়াবর্ধনের। দল ছাড়ার আগে তাই মাঠ অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেটির একটি ছক তৈরি করে দিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন জয়াবর্ধনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্ব শুরুর আগেই দল ছাড়ছেন শ্রীলঙ্কার পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্লান্ত এই কিংবদন্তি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় মেয়েকে দেখার জন্যও ব্যাকুল তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার আগে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ ছিলেন জয়াবর্ধনে। এর আগে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে ছিলেন। তখন থেকেই বাড়ির বাইরে আছেন তিনি। লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘একজন বাবা হিসেবে মেয়েকে না দেখে থাকার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাটা খুবই দরকার।’
দীর্ঘ সময় টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্লান্তও হয়ে পড়েছেন জয়াবর্ধনে। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, ‘এটা ভীষণ কষ্টকর। হিসেব করে দেখলাম গত জুন মাস থেকে টানা ১৩৫ দিন আমি জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি এখন ক্লান্ত। ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও বুঝতে পারছি। তাদের জানিয়েছি বর্তমানে যে ধরনের প্রযুক্তি আছে, তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয়। সেভাবেই (ভার্চুয়াল মাধ্যমে) আমি ওদের সঙ্গে থাকব।’
প্রথম রাউন্ড থেকে শ্রীলঙ্কা সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করলেও পরের পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা সহজ হবে না জানা আছে জয়াবর্ধনের। দল ছাড়ার আগে তাই মাঠ অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেটির একটি ছক তৈরি করে দিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন জয়াবর্ধনে।
টি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৪ ঘণ্টা আগেরিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।
৪ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
৬ ঘণ্টা আগে