নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন জ্যোতিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত বছর এই আয়ারল্যান্ডকেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয়ের স্মৃতিতে গা ভাসিয়ে আইরিশ মেয়েদের হালকাভাবে নিলে সেটি হবে ভুল। এই আয়ারল্যান্ড গত পরশু নিজেদের প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জিতলেও তাদের কাঁপিয়ে দিয়েছিলেন আইরিশ মেয়েরা। ৩৩ ওভারে ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৭৫ রান তুলে ফেলেছিলেন তাঁরা।
বাংলাদেশ নারী দল অবশ্য নিজেদের প্রথম ম্যাচে মনে রাখার মতো অনেক কিছু করেছে। নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৭১ রান, যেকোনো উইকেটে সবচেয়ে বড় ১৫২ রানের জুটি, প্রথমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি করেছে বাংলাদেশ। ৭৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়ে সে ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই স্পিনার জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন মেয়েদের ওয়ানডে ইতিহাসে ৫টি করে উইকেট ভাগাভাগির প্রথম কীর্তির জন্ম দিয়েছেন।
তবে থাইল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল দল বলেই হয়তো এত সব সম্ভব হয়েছে। মাত্র ১০টি ওয়ানডে খেলা থাই মেয়েদের চেয়ে আইরিশ মেয়েরা অনেক শক্তিশালী। তবে জ্যোতির আশা, প্রথম ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও দেখাবে তাঁর দল।
জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন জ্যোতিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত বছর এই আয়ারল্যান্ডকেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয়ের স্মৃতিতে গা ভাসিয়ে আইরিশ মেয়েদের হালকাভাবে নিলে সেটি হবে ভুল। এই আয়ারল্যান্ড গত পরশু নিজেদের প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জিতলেও তাদের কাঁপিয়ে দিয়েছিলেন আইরিশ মেয়েরা। ৩৩ ওভারে ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৭৫ রান তুলে ফেলেছিলেন তাঁরা।
বাংলাদেশ নারী দল অবশ্য নিজেদের প্রথম ম্যাচে মনে রাখার মতো অনেক কিছু করেছে। নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৭১ রান, যেকোনো উইকেটে সবচেয়ে বড় ১৫২ রানের জুটি, প্রথমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি করেছে বাংলাদেশ। ৭৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়ে সে ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই স্পিনার জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন মেয়েদের ওয়ানডে ইতিহাসে ৫টি করে উইকেট ভাগাভাগির প্রথম কীর্তির জন্ম দিয়েছেন।
তবে থাইল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল দল বলেই হয়তো এত সব সম্ভব হয়েছে। মাত্র ১০টি ওয়ানডে খেলা থাই মেয়েদের চেয়ে আইরিশ মেয়েরা অনেক শক্তিশালী। তবে জ্যোতির আশা, প্রথম ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও দেখাবে তাঁর দল।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে