Ajker Patrika

অভিষিক্ত টাংকে নিয়েই অ্যাশেজ দল ইংল্যান্ডের

অভিষিক্ত টাংকে নিয়েই অ্যাশেজ দল ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। 

এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়। 

সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও। 

পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। 

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত