অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়।
সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও।
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়।
সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও।
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৩ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
১ ঘণ্টা আগে