Ajker Patrika

বাংলাদেশের কাছে হারের পর কী বলছে শ্রীলঙ্কা 

বাংলাদেশের কাছে হারের পর কী বলছে শ্রীলঙ্কা 

অল্প পুঁজি হলেও শ্রীলঙ্কা ডালাসে আজ দারুণ লড়াই করেছে বাংলাদেশের সঙ্গে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা লঙ্কানদের বেশ কঠিন হয়ে পড়েছে। 

লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২ উইকেটে ম্যাচ জিতেছে ১৯ তম ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। তখন যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও উইকেট নিয়ে কথা বলেন তিনি। ম্যাচ হারের ব্যাখ্যায় হালাঙ্গোদা বলেন, ‘এখানের কন্ডিশন এবং পিচ পুরোপুরি ভিন্ন। কন্ডিশনের ব্যাপার যদি বলেন, হ্যাঁ আমরা আগে এসেছি। আমরা উত্তর ক্যারোলিনায় মরিসভিল নামে একটা জায়গায় ছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি হওয়ায় ঠিকমতো অনুশীলন করা সম্ভব হয়নি। মানসম্পন্ন উইকেট ছিল না। বলছি না হারের জন্য এটাই কারণ। তবে যুক্তরাষ্ট্রের উইকেটের দিকে তাকালে আপনি দেখবেন যে সেখানে কম রানের ম্যাচ হয়। ব্যাটারদের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। ভালো রান করলে বোলাররা ম্যাচ জেতার জন্য কিছু করতে পারত।’ 

বিশ্বকাপের আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেটা বাংলাদেশকে যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে, তা বোঝা গেছে হালাঙ্গোদার কথায়। এসএলসির মিডিয়া ম্যানেজার বলেন, ‘আমরা চেষ্টা করেছি। তবে জায়গা ফাঁকা ছিল না। যুক্তরাষ্ট্র ক্রিকেট আমাদের সাহায্য করেছে এসব ব্যাপারে। তবে সেই জায়গাগুলো আগে থেকেই ব্যস্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সিরিজ খেলতে চেয়েছিলাম। তবে সুযোগটা পেয়েছে বাংলাদেশ। সেটা আমরা পাইনি।’ 

দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশ—‘ডি’ গ্রুপের এই তিনটি দলই ১টি করে ম্যাচ জিতেছে। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নেট রানরেট ‍+ ১.০৪৮। দুই ও তিনে থাকা নেদারল্যান্ডস ও বাংলাদেশের নেট রানরেট +০.৫৩৯ ও ‍+ ০.৩৭৯। এখনো পর্যন্ত জয় না পাওয়া নেপাল ও শ্রীলঙ্কা রয়েছে চার ও পাঁচে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত