নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘এত গরম তাড়াতাড়ি পানি নিয়ে আসেন ভাই, না হলে মরে যাব।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুদিন আগে এমন একটা কথা পোস্ট করেছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। তীব্র দাবদাহে অতিষ্ঠ পুরো জনজীবন। সেখানে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গরমে অতিষ্ঠ ক্রিকেটাররাও।
তীব্র গরম নিয়ে মুখ খুলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিকেএসপিতে আজ সিটি ক্লাবের বিপক্ষে নিজ দলের ম্যাচ শেষে এ নিয়ে সুজনের কণ্ঠে ক্ষোভ দেখা গেল। বিসিবির পরিচালক বলেছেন, 'খুবই কঠিন (গরমের মধ্যে খেলা)। আমি ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদেরও যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। ছেলেরা আজ (গতকাল) বারবার অভিযোগ করছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এ গরমেই খেলতে হয় সব সময়। প্রতিবছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়, যেটা আমাদের ওয়ান অব দ্য বেষ্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে। আমি বিপিএলের চেয়েও এগিয়ে রাখি এটাকে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে।'
প্রিমিয়ার লিগটা ক্যালেন্ডারে আরেকটু এগিয়ে আনা যায় কি না এমন কথাও এসেছে সুজনের কথায়। তবে বছরজুড়ে ব্যস্ত সূচিতে কাজটা যে কঠিন সেটাও মানছেন তিনি, 'আরেকটু আগে শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি...। ২০ ওভার হলেও কথা ছিল না,৫০ ওভারের খেলা। একদিন পর পর বা দুদিন পরপর ম্যাচ খেলছি, সপ্তাহে ৩টা ম্যাচ। কোনোভাবে এটাকে ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে দিতে পারলে ভালো। এখান থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফর্ম গুরুত্বপূর্ণ। একজন বোর্ড পরিচালক হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা কোনো জায়গায় এটা দিতে পারি কি না।'
‘এত গরম তাড়াতাড়ি পানি নিয়ে আসেন ভাই, না হলে মরে যাব।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুদিন আগে এমন একটা কথা পোস্ট করেছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। তীব্র দাবদাহে অতিষ্ঠ পুরো জনজীবন। সেখানে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গরমে অতিষ্ঠ ক্রিকেটাররাও।
তীব্র গরম নিয়ে মুখ খুলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিকেএসপিতে আজ সিটি ক্লাবের বিপক্ষে নিজ দলের ম্যাচ শেষে এ নিয়ে সুজনের কণ্ঠে ক্ষোভ দেখা গেল। বিসিবির পরিচালক বলেছেন, 'খুবই কঠিন (গরমের মধ্যে খেলা)। আমি ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদেরও যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। ছেলেরা আজ (গতকাল) বারবার অভিযোগ করছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এ গরমেই খেলতে হয় সব সময়। প্রতিবছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়, যেটা আমাদের ওয়ান অব দ্য বেষ্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে। আমি বিপিএলের চেয়েও এগিয়ে রাখি এটাকে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে।'
প্রিমিয়ার লিগটা ক্যালেন্ডারে আরেকটু এগিয়ে আনা যায় কি না এমন কথাও এসেছে সুজনের কথায়। তবে বছরজুড়ে ব্যস্ত সূচিতে কাজটা যে কঠিন সেটাও মানছেন তিনি, 'আরেকটু আগে শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি...। ২০ ওভার হলেও কথা ছিল না,৫০ ওভারের খেলা। একদিন পর পর বা দুদিন পরপর ম্যাচ খেলছি, সপ্তাহে ৩টা ম্যাচ। কোনোভাবে এটাকে ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে দিতে পারলে ভালো। এখান থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফর্ম গুরুত্বপূর্ণ। একজন বোর্ড পরিচালক হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা কোনো জায়গায় এটা দিতে পারি কি না।'
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
২১ মিনিট আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১ ঘণ্টা আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৩ ঘণ্টা আগে