Ajker Patrika

অ্যাশেজই শেষ হয়ে গেল লায়নের

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭: ০৭
অ্যাশেজই শেষ হয়ে গেল লায়নের

লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে শঙ্কার শুরু। এই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। শেষ পর্যন্ত অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।

লায়নের ছিটকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। গতকাল টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার এই স্পিনারের বিকল্প হিসেবে কাউকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। টেস্টের শেষ দিনে লায়নের বিকল্প হিসেবে ফিল্ডিং করা ম্যাট রেনশকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়া এখন ১৬ জনের দল হয়ে গেছে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকছেন রেনশ।

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন নাথান লায়ন। এই  টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গত পরশু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং, ফিল্ডিং কিছুই করতে পারেননি তিনি।

লায়ন ছিটকে যাওয়ায় টড মার্ফির একাদশে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে টেস্টে অভিষেক হয় মার্ফির। ২.৫৬ ইকোনমি ও ২৫.২১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ১৯ ও ২৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত