Ajker Patrika

আইপিএলে অবিক্রীত ওয়ার্নারই পাকিস্তানের লিগে অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
পিএসএলে করাচি কিংসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ছবি: করাচি কিংস
পিএসএলে করাচি কিংসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ছবি: করাচি কিংস

২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পাওয়া এই ওয়ার্নারকেই ড্রাফট থেকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এ বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে তিনিই ছিলেন করাচির প্রথম পছন্দ। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে করেছে অধিনায়কও।

ওয়ার্নারের অধিনায়ক হওয়ার কথা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাচি কিংস নিশ্চিত করেছে। এবার করাচিতে আছেন কেইন উইলিয়ামসন, জেমস ভিনস, টিম সাইফার্ট, লিটন দাসের মতো বিদেশি ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে শান মাসুদ, খুশদিল শাহর মতো তারকা আছেন। তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দিতে তর সইছে না ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমাদের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ রয়েছে। এ বছর অধিনায়ক হওয়ার দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি।’

২০২৪ পিএসএলে করাচির অধিনায়ক ছিলেন মাসুদ। তাঁর নেতৃত্বে করাচি ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। এবার মাসুদের থেকে নেতৃত্বভার বুঝে নিচ্ছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ক্রিকেটারকে নিয়ে আজ একটি ছবিও পোস্ট করেছে করাচি। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘বড় শক্তি। অনেক বড় এক পরিবর্তন। ডেভিড ওয়ার্নার দায়িত্ব নিচ্ছেন ও কিংসকে দশম পিএসএলে নেতৃত্ব দিতে প্রস্তুত।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। তবু তাঁর বিন্দুমাত্র ব্যস্ততা কমেনি। সিনেমা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে এখন তাঁর সময় কাটছে। এমনকি রাজনীতিতে আসারও চিন্তাভাবনা করছেন এই মারকুটে ব্যাটার।

ক্রিকেটের বাইরের ঘটনায়ও প্রায়ই আলোচনায় থাকেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার কদিন আগে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ধুয়ে দিয়েছিলেন। এই বিমান সংস্থা ওয়ার্নারের দেওয়া পোস্টের পরে ব্যাখ্যাও দিয়েছে। সেখানে এয়ার ইন্ডিয়া বেঙ্গালুরুর বাজে আবহাওয়ার কথাই উল্লেখ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত