নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিসি ওয়ানডে সুপার লিগের চক্র সেরা তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। জুনে আফগানিস্তান সিরিজ। এরপর বড় দুটি টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপ। বিশ্বকাপের দলটা কেমন হবে, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এশিয়া কাপের আগেই বাংলাদেশ চূড়ান্ত করবে তাদের বিশ্বকাপ দল। তবে একটি জায়গা নিয়ে চলছে জোর আলোচনা—লোয়ার মিডল অর্ডারে জায়গা পাবেন মাহমুদউল্লাহ?
পজিশনটাই এমন, এ জায়গায় দলে চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সাকিব আল হাসান মনে করেন, এই পজিশনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইংল্যান্ডে আজ সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ আছে ওখানে, মোসাদ্দেক, সোহান (নুরুল হাসান), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’
দলে কোথায় আর ঘাটতি আছে, কেমন দল হবে—সব চিহ্নিত করে বিশ্বকাপের আগে অধিনায়ক–কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই মনে করেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার বললেন, ‘যে ভুল হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহ্নিত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গায় আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।’
সাকিব মনে করেন, আগের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল। সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।’
আইসিসি ওয়ানডে সুপার লিগের চক্র সেরা তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। জুনে আফগানিস্তান সিরিজ। এরপর বড় দুটি টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপ। বিশ্বকাপের দলটা কেমন হবে, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এশিয়া কাপের আগেই বাংলাদেশ চূড়ান্ত করবে তাদের বিশ্বকাপ দল। তবে একটি জায়গা নিয়ে চলছে জোর আলোচনা—লোয়ার মিডল অর্ডারে জায়গা পাবেন মাহমুদউল্লাহ?
পজিশনটাই এমন, এ জায়গায় দলে চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সাকিব আল হাসান মনে করেন, এই পজিশনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইংল্যান্ডে আজ সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ আছে ওখানে, মোসাদ্দেক, সোহান (নুরুল হাসান), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’
দলে কোথায় আর ঘাটতি আছে, কেমন দল হবে—সব চিহ্নিত করে বিশ্বকাপের আগে অধিনায়ক–কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই মনে করেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার বললেন, ‘যে ভুল হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহ্নিত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গায় আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।’
সাকিব মনে করেন, আগের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল। সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।’
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৮ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৯ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১০ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১১ ঘণ্টা আগে