নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম-লিটন দাসদের গায়ে জার্সি দেখে অনেকেই টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন ১৬-১৭ বছর আগের দিনগুলোতে। নস্টালজিয়া হতে হতে কারও চোখের পর্দায় ভেসে উঠেছিল কার্ডিফে অস্ট্রেলিয়া বদের সেই মহাকাব্যর ছবি। হবেই বা না কেন-প্রায় এমন নকশার জার্সি পরেই তো সেদিন মোহাম্মদ আশরাফুলরা স্তব্ধ করে দিয়েছিলেন রিকি পন্টিংদের।
২০০৪-২০০৫ সালের বাংলাদেশের সেই জার্সিকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। গতকাল রাজধানীর একটি হোটেলে সেই জার্সি উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানে মাহমুদউল্লাহদের লাল–সবুজের অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়। ক্রিকেটাররা যে জার্সি গায়ে জড়িয়ে মাঠ মাতাবেন, সেই জার্সি চাইলে পরতে পারেন আপনিও।
১৩ অক্টোবর থেকে ভক্ত-সমর্থকেরা আড়ংয়ের আউটলেট থেকে জার্সিটি সংগ্রহ করতে পারবেন। বড়দের জার্সির দাম ১ হাজার ৪০০ টাকা। ছোটদের জার্সির দাম রাখা হয়েছে ১০০০ টাকা।
বাংলাদেশের জার্সি তৈরি করে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। প্লাস্টিক বর্জ্য থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে সেটি রিসাইকেল জ্যাকার্ড ফ্যাব্রিক নামে পরিচিত। যেটি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফ্যাব্রিক থেকে। যেটাতে বাতাস আসা যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি। কাঁধের অংশ লালের আবহ আর পুরোটা জুড়ে সবুজ।
ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেছেন, ‘১৩ অক্টোবর থেকে আড়ংয়ের আউটলেটে জার্সি পাওয়া যাবে। ১১ অক্টোবর থেকে প্রি অর্ডার নেওয়া হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও জার্সি পাওয়া যাবে। জাতীয় দলের জার্সি বিক্রি করে আয় হলে আমরা ব্র্যাকের উন্নয়নে ব্যয় করা হবে।’
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা যখন খেলতাম তখন ব্যাট-বল নিয়েই শুধু ভাবতাম। তবে এখন ক্রিকেটারদের কাপড়চোপড়ও গুরুত্বপূর্ণ। সহনীয় জার্সি পরে খেলাটা খুবই জরুরি। এই জার্সিটা দেখামাত্রই মানুষ বুঝতে পারবে বাংলাদেশ দল।’ অনুষ্ঠানে ছিলেন না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম-লিটন দাসদের গায়ে জার্সি দেখে অনেকেই টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন ১৬-১৭ বছর আগের দিনগুলোতে। নস্টালজিয়া হতে হতে কারও চোখের পর্দায় ভেসে উঠেছিল কার্ডিফে অস্ট্রেলিয়া বদের সেই মহাকাব্যর ছবি। হবেই বা না কেন-প্রায় এমন নকশার জার্সি পরেই তো সেদিন মোহাম্মদ আশরাফুলরা স্তব্ধ করে দিয়েছিলেন রিকি পন্টিংদের।
২০০৪-২০০৫ সালের বাংলাদেশের সেই জার্সিকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। গতকাল রাজধানীর একটি হোটেলে সেই জার্সি উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানে মাহমুদউল্লাহদের লাল–সবুজের অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়। ক্রিকেটাররা যে জার্সি গায়ে জড়িয়ে মাঠ মাতাবেন, সেই জার্সি চাইলে পরতে পারেন আপনিও।
১৩ অক্টোবর থেকে ভক্ত-সমর্থকেরা আড়ংয়ের আউটলেট থেকে জার্সিটি সংগ্রহ করতে পারবেন। বড়দের জার্সির দাম ১ হাজার ৪০০ টাকা। ছোটদের জার্সির দাম রাখা হয়েছে ১০০০ টাকা।
বাংলাদেশের জার্সি তৈরি করে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। প্লাস্টিক বর্জ্য থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে সেটি রিসাইকেল জ্যাকার্ড ফ্যাব্রিক নামে পরিচিত। যেটি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফ্যাব্রিক থেকে। যেটাতে বাতাস আসা যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি। কাঁধের অংশ লালের আবহ আর পুরোটা জুড়ে সবুজ।
ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেছেন, ‘১৩ অক্টোবর থেকে আড়ংয়ের আউটলেটে জার্সি পাওয়া যাবে। ১১ অক্টোবর থেকে প্রি অর্ডার নেওয়া হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও জার্সি পাওয়া যাবে। জাতীয় দলের জার্সি বিক্রি করে আয় হলে আমরা ব্র্যাকের উন্নয়নে ব্যয় করা হবে।’
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা যখন খেলতাম তখন ব্যাট-বল নিয়েই শুধু ভাবতাম। তবে এখন ক্রিকেটারদের কাপড়চোপড়ও গুরুত্বপূর্ণ। সহনীয় জার্সি পরে খেলাটা খুবই জরুরি। এই জার্সিটা দেখামাত্রই মানুষ বুঝতে পারবে বাংলাদেশ দল।’ অনুষ্ঠানে ছিলেন না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রশিদ খান। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬৫ উইকেট নিয়ে সবার ওপরে আফগান এই লেগস্পিনার।
৭ মিনিট আগেযে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক সময় নিজেদের হারিয়ে খুঁজত, সেই সংস্করণে এখন বাংলাদেশের জয়রথ ছুটছে। লিটন দাসের নেতৃত্বে সবশেষ ৮ টি-টোয়েন্টির মধ্যে ৬ ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশা, সামনে দুটি মেজর টুর্নামেন্টে দল দারুণ কিছু করবে।
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ১ বছর বিচ্ছিন্ন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন তিনি। টি-টোয়েন্টি, টি-টেন, প্রথম শ্রেণির ক্রিকেট—বাংলাদেশের তারকা অলরাউন্ডার সব ধরনের টুর্নামেন্টেই খেলেছেন এই সময়ে।
১ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ—নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনটা যেন এমনই। ডাচদের তুলনামূলক দুর্বল বোলিং লাইনআপকে চার-ছক্কা মেরে ওলটপালট করে দিচ্ছেন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রসঙ্গ যখন গতকাল সংবাদ সম্মেলনে এল, তানজিদ তামিম একরকম খেপেই গিয়েছেন।
২ ঘণ্টা আগে