Ajker Patrika

রামদিনের পর এবার অবসরে সিমন্স

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৪: ২০
রামদিনের পর এবার অবসরে সিমন্স

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যেন অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। দিনেশ রামদিনের বিদায় বলার দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তাঁর সতীর্থ লেন্ডল সিমন্সও। 

সোমবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্যারিবীয় ওপেনার। তার আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রামদিন। 

আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন সিমন্স। অবসরের প্রসঙ্গে তাঁর টুইট, ‘সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।’ 

২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে উইন্ডিজের হয়ে অভিষেক সিমন্সের। শুরুটা ডাক মেরে। পরের ওয়ানডেতে ফিফটির পর ফের ডাক। তবে এর পরই নিজেকে খুঁজে পান। উইন্ডিজের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৬8 ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু আটটি টেস্ট খেললেও কখনো ফিফটির দেখা পাননি। 

অবশ্য টি-টোয়েন্টিতে বেশ সফল সিমন্স। যত দিন খেলে গেছেন, সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দারুণ প্রভাব রেখেছেন। উইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটের ক্রিকেটে মোট ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান করেছেন সিমন্স। জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ক্যারিয়ারের সমাপ্তির জন্য টুইটারে সিমন্সকে অভিনন্দন জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০১৯-২১ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সিপিএলে খেলেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত