Ajker Patrika

‘প্রতিপক্ষ বাংলাদেশ কি না, সেদিকে তাকাবেই না ভারত’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৩
‘প্রতিপক্ষ বাংলাদেশ কি না, সেদিকে তাকাবেই না ভারত’

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন। কারণ পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে টেস্টে ১৩ বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে নানা রকম আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার, অজয় জাদেজা থেকে শুরু করে সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, শুবমান গিল—অনেকেই তাদের মতামত জানিয়েছেন। বেশির ভাগই ভারতকে এগিয়ে রেখেছেন। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য, সেটা আজ সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা (ভারত) কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটাই আমরা জানি।’ 

ভারত সিরিজের আগে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অধরা টেস্ট জয় তো বাংলাদেশ পেয়েছেই। এমনকি দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছেন শান্তরা। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের এ দুই ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঘূর্ণি জাদুতে কাঁপিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের। 

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক থাকার পরামর্শও যেন দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানে তারা যেটা করেছে তাতে তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাচ্ছি। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব, মুশফিক, মেহেদী (মিরাজ) আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত