ক্রীড়া ডেস্ক
গল থেকে কলম্বোয় গিয়ে বাংলাদেশের সেই কাঁপাকাঁপি। প্রথম টেস্টে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখিয়েছিল সফরকারীরা। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে বাংলাদেশ দল। বোলিংয়ে অসাধারণ কিছু না করতে পারলে, ম্যাচ জয়ের লক্ষ্য পথটাও দুর্বোধ্য হয়ে উঠবে।
কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন, দিনটা তাঁদের খারাপ ছিল। তবে তাঁর যুক্তি, কেউ তো আর ইচ্ছে করে আউট হয় না।
দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় জানিয়ে সাদমান বললেন, ‘কেউ তো আর ইচ্ছে করেই আউট হয় না। প্রত্যেকেই আমরা থিতু হয়ে আউট হয়েছি। এটা হয় তো আমাদের খারাপ দিন ছিল। ইনশা আল্লাহ আমরা পরের ইনিংসে ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিক ছিল বলে মনে করেন সাদমান। উইকেটও ভালো ছিল তাঁর মতে। তবে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসার কথা বললেন তিনি, ‘আমি এমন কিছু দেখিনি—টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয় তো বা আমাদের আজকের দিনটা ছিল না। ইনশা আল্লাহ পরের ইনিংসে ভালো একটা ইনিংস হবে। সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা মোটামুটি ভালোই শটস খেলেছি। ভালো বাউন্ডারি আসছে। আজকে সবাই...। হয় তো দিনটা আমাদের ছিল না আমাদের। শুরু থেকেই ভালো রান হচ্ছিল। আর একটু ভালো করা যেত সবারই। কেউ হয়তো বা সেট হয়ে আউট হয়েছে। তাতে করে রান বড় হয়নি। দেখা যাক কি হয়।’
কিছু কিছু ভুল শট খেলা হয়েছে বললেন সাদমান, ‘কিছু কিছু শট আমাদের ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটারের একটা পার্ট। এটা না খেললে তো স্কোর আসবে না। রানও বড় হবে না।’
উইকেটে প্রথম ইনিংসে পৌনে ৩০০ রানের মন হয়েছে সাদমানের কাছে, ‘উইকেট একটু স্লো ছিল সত্যি কথা। আশা করি ২৭০-২৮০ রান ভালো স্কোর প্রথম ইনিংসের জন্য। ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তখন ব্যাটারদের জন্য আবার নতুন করে সেট হতে হয়।’ ভালো বোলিং করলে ঘুরে দাঁড়ানো সম্ভব দেখছেন তিনি, ‘আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি। উইকেটে সাহায্য আছে আমরা ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
গল থেকে কলম্বোয় গিয়ে বাংলাদেশের সেই কাঁপাকাঁপি। প্রথম টেস্টে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখিয়েছিল সফরকারীরা। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে বাংলাদেশ দল। বোলিংয়ে অসাধারণ কিছু না করতে পারলে, ম্যাচ জয়ের লক্ষ্য পথটাও দুর্বোধ্য হয়ে উঠবে।
কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন, দিনটা তাঁদের খারাপ ছিল। তবে তাঁর যুক্তি, কেউ তো আর ইচ্ছে করে আউট হয় না।
দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় জানিয়ে সাদমান বললেন, ‘কেউ তো আর ইচ্ছে করেই আউট হয় না। প্রত্যেকেই আমরা থিতু হয়ে আউট হয়েছি। এটা হয় তো আমাদের খারাপ দিন ছিল। ইনশা আল্লাহ আমরা পরের ইনিংসে ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিক ছিল বলে মনে করেন সাদমান। উইকেটও ভালো ছিল তাঁর মতে। তবে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসার কথা বললেন তিনি, ‘আমি এমন কিছু দেখিনি—টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয় তো বা আমাদের আজকের দিনটা ছিল না। ইনশা আল্লাহ পরের ইনিংসে ভালো একটা ইনিংস হবে। সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা মোটামুটি ভালোই শটস খেলেছি। ভালো বাউন্ডারি আসছে। আজকে সবাই...। হয় তো দিনটা আমাদের ছিল না আমাদের। শুরু থেকেই ভালো রান হচ্ছিল। আর একটু ভালো করা যেত সবারই। কেউ হয়তো বা সেট হয়ে আউট হয়েছে। তাতে করে রান বড় হয়নি। দেখা যাক কি হয়।’
কিছু কিছু ভুল শট খেলা হয়েছে বললেন সাদমান, ‘কিছু কিছু শট আমাদের ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটারের একটা পার্ট। এটা না খেললে তো স্কোর আসবে না। রানও বড় হবে না।’
উইকেটে প্রথম ইনিংসে পৌনে ৩০০ রানের মন হয়েছে সাদমানের কাছে, ‘উইকেট একটু স্লো ছিল সত্যি কথা। আশা করি ২৭০-২৮০ রান ভালো স্কোর প্রথম ইনিংসের জন্য। ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তখন ব্যাটারদের জন্য আবার নতুন করে সেট হতে হয়।’ ভালো বোলিং করলে ঘুরে দাঁড়ানো সম্ভব দেখছেন তিনি, ‘আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি। উইকেটে সাহায্য আছে আমরা ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৪ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে