Ajker Patrika

মাইন্ড গেম খেলতে চান লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪০
মাইন্ড গেম খেলতে চান লিটন

এশিয়া কাপ দল থেকে ১০ জন ক্রিকেটারকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই টুর্নামেন্টের সাতজন ক্রিকেটার আছেন এই সিরিজে। আগামীকাল মিরপুরে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপ থেকে ফিরে এই সিরিজের জন্য খুব বেশি অনুশীলনও করতে পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

আজ দুপুর আড়াইটা থেকে মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে আদর্শ অনুশীলন করা কঠিন হতে পারে লিটন দাস-তামিম ইকবালদের জন্য। গতকালের মতো আজও ইনডোরে হয়তো নিজেদের একটু ঝালিয়ে নেবেন তাঁরা। মূল সারির ক্রিকেটাররা বিশ্রামে, মাঠে সেভাবে অনুশীলনও হয়নি। এশিয়া কাপে যাঁরা খেলেছিলেন, সেটি ছিল তাঁদের প্রস্তুতি।

তবে কিউইদের বিপক্ষে অনাড়ম্বর প্রস্তুতির সিরিজে বাংলাদেশের পরিকল্পনা কী? এ ব্যাপারে এই সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন জানিয়েছেন, লকি ফার্গুসনদের বিপক্ষে ‘বুদ্ধির খেলা’ খেলতে চান তাঁরা।

আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘কাজ করার তো কোনো সুযোগ নেই। যা চিন্তা-ভাবনা মানসিকতা দিয়ে করা লাগবে (খেলতে হবে)। মাইন্ড গেম খেলা। দেখি কতটুকু সফল হওয়া যায়। আমরা প্র্যাক্টিক্যালি কোনো কিছু করতে পারিনি। গত দুই দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজকে কতটুকু করতে পারব। অনুশীলন ছাড়াই হয়তো মূল ম্যাচ খেলতে হতে পারে। মানসিকভাকে ঠিক থাকতে হবে।’

নিজেদের মাঠে ২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডকে দুটি সিরিজে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। তবে এবারের সিরিজ বাংলাদেশের কাছে পরীক্ষা-নিরীক্ষারও। অনেক দিন পর দলের ফিরলেন তামিম ইকবাল। চোট ও ফর্মের সঙ্গে লড়াইটা তাঁর। বিশ্বকাপের আগে রানে ফিরতে হবেএই বাঁহাতি ওপেনারকে। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন অনেক দিন পর।

বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে সৌম্য-মাহমুদউল্লাহদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজও এটি। দারুণ কিছু করতে হবে তাঁদের। জয়ের চেয়েও এই সিরিজের আরেকটা লক্ষ্য যেন কিছুটা ব্যক্তিগত অর্জনেরও। তবে অধিনায়ক লিটন সেটি মনে করেন না। যদিও তিনি নিজেও নেই ফর্মে।

এ প্রসঙ্গে লিটন আরও বললেন, ‘আমার কাছে মনে হয় না (শুধু ব্যক্তিগত অর্জনের)। আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি, আমার লক্ষ্য থাকবে প্রথমে ম্যাচ জেতা। স্বাভাবিক বিষয় ওদেরও (খেলোয়াড়দের) বাংলাদেশের হয়ে একই জিনিসই লক্ষ্য থাকবে। আপনি ১০০ করলেন, পাঁচ উইকেট পেলেন, দিন শেষে ম্যাচ না জিতলে ওই মূল্য থাকে না।’

লিটন এটিও মনে করিয়ে দিলেন, একইদিন বা সিরিজে সবাই পারফর্ম করতেও পারে না। দুই-একজন অবদান রাখবে। অন্তর্বতীকালীন অধিনায়ক বলেন, ‘অবশ্যই সব খেলোয়াড়ই চাইবে পারফর্ম করতে। আবার আপনি একদিনে সবাইকে পারফর্ম করাতেও পারবেন না। হয় তো এক-দুজন পারফর্ম করবে, এটাই ক্রিকেট, এটাই হবে, এটাই হয়ে আসছে। সবার চেষ্টা থাকবে পারফর্ম করা। যেদিন যার ভাগ্য ভালো থাকবে পারফর্ম করবে। তবে সবার লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত