২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র
ক্রীড়া ডেস্ক
লর্ডসে গতকাল চার দিনে শেষ হয়েছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেস্টের রাজদণ্ড জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ে প্রথম তিন আসরে তিন চ্যাম্পিয়ন দল পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ।
পুরোনো চক্র শেষ হতে না হতেই ১৭ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। গলে হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট কলম্বোয় শুরু হবে ২৫ জুন। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজই নয়, এই চক্রে বাংলাদেশ যে ছয় সিরিজ খেলবে, প্রত্যেকটিতেই রয়েছে দুটি করে ম্যাচ। বিদেশের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড—এই তিন দলের বিপক্ষে শান্ত-মেহেদী হাসান মিরাজরা খেলবেন ঘরের মাঠে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে না হতেই মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারত সিরিজ। ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই। নতুন চক্রে সর্বোচ্চ ২২ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রের মতো এবারও খেলবে ৯ দল। প্রত্যেক দল ছয়টি করে সিরিজ খেলবে। যার মধ্যে তিনটি নিজেদের মাঠে ও বাকি তিনটি প্রতিপক্ষের মাঠে খেলবে দলগুলো। জিতলে ১২ পয়েন্ট পাবে সেই দল। ড্র ও টাইয়ের জন্য থাকছেন ৪ ও ৬ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট থাকবে না। এই চক্রে প্রত্যেক সিরিজে কমপক্ষে দুই ম্যাচ থাকবে। সর্বোচ্চ পাঁচ ম্যাচ হবে সেখানে। চতুর্থ চক্রের ফাইনালও লর্ডসে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৭ সালের জুনে হতে পারে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ ভেন্যু
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
পাকিস্তান বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
ইংল্যান্ড বাংলাদেশ
*সব সিরিজেই দুটি করে ম্যাচ
লর্ডসে গতকাল চার দিনে শেষ হয়েছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেস্টের রাজদণ্ড জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ে প্রথম তিন আসরে তিন চ্যাম্পিয়ন দল পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ।
পুরোনো চক্র শেষ হতে না হতেই ১৭ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। গলে হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট কলম্বোয় শুরু হবে ২৫ জুন। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজই নয়, এই চক্রে বাংলাদেশ যে ছয় সিরিজ খেলবে, প্রত্যেকটিতেই রয়েছে দুটি করে ম্যাচ। বিদেশের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড—এই তিন দলের বিপক্ষে শান্ত-মেহেদী হাসান মিরাজরা খেলবেন ঘরের মাঠে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে না হতেই মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারত সিরিজ। ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই। নতুন চক্রে সর্বোচ্চ ২২ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রের মতো এবারও খেলবে ৯ দল। প্রত্যেক দল ছয়টি করে সিরিজ খেলবে। যার মধ্যে তিনটি নিজেদের মাঠে ও বাকি তিনটি প্রতিপক্ষের মাঠে খেলবে দলগুলো। জিতলে ১২ পয়েন্ট পাবে সেই দল। ড্র ও টাইয়ের জন্য থাকছেন ৪ ও ৬ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট থাকবে না। এই চক্রে প্রত্যেক সিরিজে কমপক্ষে দুই ম্যাচ থাকবে। সর্বোচ্চ পাঁচ ম্যাচ হবে সেখানে। চতুর্থ চক্রের ফাইনালও লর্ডসে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৭ সালের জুনে হতে পারে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ ভেন্যু
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
পাকিস্তান বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
ইংল্যান্ড বাংলাদেশ
*সব সিরিজেই দুটি করে ম্যাচ
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে