Ajker Patrika

রুট-স্টোকসদের কাটা ঘায়ে নুনের ছিটা, পাচ্ছেন না কোনো টাকা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৮
রুট-স্টোকসদের কাটা ঘায়ে নুনের ছিটা, পাচ্ছেন না কোনো টাকা

জো রুট-ডেভিড মালানের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ ৯ উইকেটের একপেশে জয়ে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। 

হারের সেই ক্ষতে এখনো প্রলেপ দিতে পারেনি ইংলিশরা। তার আগেই পড়ল নুনের ছিটা! মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগই হারিয়েছেন দলটির সদস্যরা। তার মানে, চার দিন খেলেও কোনো কানাকড়ি পাবে না সফরকারীরা। 

ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বোলিং করেছেন বেন স্টোকস-ওলি রবিনসনরা। ফলে জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ পয়েন্টও কাটা পড়েছে তাঁদের। 

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। 

ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। টেস্ট চ‍্যাম্পিয়নশিপে মন্থর ওভার রেটের জন‍্য সব মিলিয়ে ৭ পয়েন্ট হারাল ইংল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে তারা আছে সাত নম্বরে। 

ইংল্যান্ড দলের পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডকেও। অশোভন আচরণের দায়ে সাজা পাচ্ছেন তিনি। 

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৭ তম ওভারে স্টোকসের একটি ডেলিভারিতে পরাস্ত হয়ে মেজাজ হারান হেড। তখনই তিনি অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত