নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানার গতিতে খাবি খেয়েছে জিম্বাবুয়ে। প্রথম সেশনের চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন তিনি। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ে তখনো ৫৮ রানে পিছিয়ে। সেখান থেকে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের ব্যাটাররা সাবলীল ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিপক্ষে তারা নিয়েছে ৮২ রানের লিড। আর মেহেদী হাসান মিরাজ তাঁর টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রানে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতির পর প্রায় ১২ ওভার সফরকারীদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ৫০তম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরেকে বোল্ড করেন সৈয়দ খালেদ আহমেদ। অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাধেভেরে। ৩৩ বলে ৪ চারে মাধেভেরে করেন ২৪ রান। পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও মাধেভেরে ৭৯ বলে ৪৮ রানের জুটি গড়েন।
মাধেভেরে আউট হওয়ার পর তাড়াতাড়ি উইলিয়ামসের উইকেটও তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেটাপের কাছে ধরা খেয়েছেন। ৫৫তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজকে উইকেট থেকে বেরিয়ে মারতে যান উইলিয়ামস। লং অফে ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়। ১০৮ বলে ৬ চার ও ২ ছক্কায় উইলিয়ামস করেন ৫৯ রান।
মাধেভেরে, উইলিয়ামসকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৫৪.৩ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান। আর মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সফরকারীরা ৮০ রান যোগ করতে হারিয়েছে শেষ চার উইকেট। ৮০.২ ওভারে ২৭৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৮১তম ওভারের দ্বিতীয় বলে ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টানেন মিরাজ। উইলিয়ামস, বেনেট—জিম্বাবুয়ের এই দুই ব্যাটার ফিফটি করেছেন।
মিরাজ চাইলে আজ ধন্যবাদ দিতে পারেন সাদমান ইসলামকে। কারণ, ৭৬তম ওভারের পঞ্চম বলে তাইজুল ইসলাম ডিফেন্স করতে যান নিয়াউচি। প্রথম স্লিপে সেই ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন সাদমান। তাইজুল উইকেট না পাওয়ায় ৮ মাসের ব্যবধানে টেস্টে ইনিংসে আরও একবার মিরাজ ৫ উইকেট নিতে পেরেছেন।
মিরাজের পর ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ১৮ ওভারে ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আর সবশেষ মিরাজ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানার গতিতে খাবি খেয়েছে জিম্বাবুয়ে। প্রথম সেশনের চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন তিনি। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ে তখনো ৫৮ রানে পিছিয়ে। সেখান থেকে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের ব্যাটাররা সাবলীল ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিপক্ষে তারা নিয়েছে ৮২ রানের লিড। আর মেহেদী হাসান মিরাজ তাঁর টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রানে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতির পর প্রায় ১২ ওভার সফরকারীদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ৫০তম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরেকে বোল্ড করেন সৈয়দ খালেদ আহমেদ। অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাধেভেরে। ৩৩ বলে ৪ চারে মাধেভেরে করেন ২৪ রান। পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও মাধেভেরে ৭৯ বলে ৪৮ রানের জুটি গড়েন।
মাধেভেরে আউট হওয়ার পর তাড়াতাড়ি উইলিয়ামসের উইকেটও তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেটাপের কাছে ধরা খেয়েছেন। ৫৫তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজকে উইকেট থেকে বেরিয়ে মারতে যান উইলিয়ামস। লং অফে ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়। ১০৮ বলে ৬ চার ও ২ ছক্কায় উইলিয়ামস করেন ৫৯ রান।
মাধেভেরে, উইলিয়ামসকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৫৪.৩ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান। আর মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সফরকারীরা ৮০ রান যোগ করতে হারিয়েছে শেষ চার উইকেট। ৮০.২ ওভারে ২৭৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৮১তম ওভারের দ্বিতীয় বলে ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টানেন মিরাজ। উইলিয়ামস, বেনেট—জিম্বাবুয়ের এই দুই ব্যাটার ফিফটি করেছেন।
মিরাজ চাইলে আজ ধন্যবাদ দিতে পারেন সাদমান ইসলামকে। কারণ, ৭৬তম ওভারের পঞ্চম বলে তাইজুল ইসলাম ডিফেন্স করতে যান নিয়াউচি। প্রথম স্লিপে সেই ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন সাদমান। তাইজুল উইকেট না পাওয়ায় ৮ মাসের ব্যবধানে টেস্টে ইনিংসে আরও একবার মিরাজ ৫ উইকেট নিতে পেরেছেন।
মিরাজের পর ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ১৮ ওভারে ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আর সবশেষ মিরাজ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৪০ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে