Ajker Patrika

‘তুমি কোহিনূরের প্রেম প্রস্তাব ফিরিয়ে দিলে’

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩: ৪৮
‘তুমি কোহিনূরের প্রেম প্রস্তাব ফিরিয়ে দিলে’

দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ঘুরে শিখর ধাওয়ান তাঁবু গেড়েছেন পাঞ্জাবে। ৩৬ বছর বয়সী ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসে।

পাঞ্জাবের টুর্নামেন্ট এখন পর্যন্ত অম্লমধুর (৪ ম্যাচে দুটি করে জয়-হার) কাটলেও ধাওয়ান আছেন দারুণ ছন্দে। প্রায় ৩২ গড়ে ১২৭ রান করেছেন তিনি।

অস্ট্রেলিয়ান প্রবাসী বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে ৯ বছরের সংসার ভাঙায় সম্প্রতি ধাওয়ানকে মনমরা দেখা গেছে। তবে মাঠের বাইরের দুঃসময় ভুলে আবারও হাসতে-হাসাতে শুরু করেছেন ‘গব্বর’খ্যাত তারকা।

কদিন আগেই যেমন পাঞ্জাবের টিম বাসে চড়ে হোটেলে ফেরার পথে তাঁর জীবনের মজার এক ঘটনা শুনিয়েছেন ধাওয়ান। দলের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনেত্রী শশী ধীমানের ‘অকপট স্বীকারোক্তি’ নামের এক সাক্ষাৎকার পর্বে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, অনেক দিন আগে এক মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।

ওই দিনের ঘটনা নিয়ে ধাওয়ান বলেছেন, ‘আমি একটা বালিকাকে প্রেম প্রস্তাব দিলে সে “না” বলে দেয়। এটা হওয়ারই ছিল। কারণ, তখন আমার গায়ের রং অনুজ্জ্বল ছিল। তবু আমি তাকে বলেছিলাম, তুমি কোহিনূর হীরা ছেড়ে চলে যাচ্ছ।’

সাক্ষাৎকারে ধাওয়ান তাঁর পাঞ্জাব সতীর্থ জনি বেয়ারস্টোকে সংগীত শিল্পী হংসরাজ হান্সের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পাঁড় ভক্ত শংকরের কথাও বলেছেন, যিনি পুরো শরীরে ধাওয়ানের ট্যাটু আঁকিয়েছেন।

ভিডিওতে আরও দেখা যায়, টিম বাসে যাওয়ার সময় ধাওয়ানকে অনুসরণ করছেন ভক্তরা। সে সময় এক নারী তাঁকে উদ্দেশ্য করে হাত নাড়ছিলেন। ধাওয়ান তখন গান গাইতে শুরু করেন।

সাক্ষাৎকারে ধাওয়ান আরও বলেছেন, ‘আমার মতো দেখতে আরও চার-পাঁচজন ভক্ত রয়েছে। তারা সারা শরীরে আমার নাম লিখেছে। অনেকে আবার বিভিন্ন অঙ্গে আমার করা সেঞ্চুরির তারিখ লিখে রেখেছে। তাদের এই পাগলামি আমাকে ভালোবাসারই বহিঃপ্রকাশ।’

২০১২ সালে আগের স্বামীকে তালাক দিয়ে ধাওয়ানকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত আয়েশা। ধাওয়ানের চেয়ে বয়সে ১০ বছরের বড় হওয়ায় বিয়েতে পরিবারের মত ছিল না। তা ছাড়া আয়েশার আগের সংসারে দুই কন্যাসন্তান ছিল।

সব মেনে নিয়েই ঘর বাঁধেন ধাওয়ান। ২০১৪ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে জোবাবর। তবে ধীরে ধীরে অবিশ্বাস জন্ম নেওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ। শেষমেশ ধাওয়ানকে তালাক দেন আয়েশা।

আইপিএল সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত