Ajker Patrika

বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করলেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক
বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করলেন সাব্বির


ঢাকা: বর্ণবাদের অভিযোগ এসেছে সাব্বির রহমানের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানি লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এরই মধ্যে শেখ জামাল সিসিডিএমকে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র জানিয়েছে, ঘটনাটা আজ সকালের। বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলছিল শেখ জামাল। ডিওএইচএস ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এ সময় দুপুরে দ্বিতীয় ম্যাচে খেলতে বিকেএসপিতে পৌঁছায় সাব্বিরদের রূপগঞ্জ। চার নম্বর মাঠে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে হঠাৎ ইট ছুড়ে মারেন সাব্বির। শেখ জামাল সূত্রে জানা যায়, সাব্বির নাকি সানিকে ‘কাইল্লা’ ‘কাইল্লা’ বলে গালি দিয়েছেন! বিষয়টি দ্রুত আম্পায়ারকে অবহিত করেন সানি।

ম্যাচ শেষে শেখ জামাল লিখিতভাবে সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেছেন ‘সাব্বিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাকে ফোনে জানানো হয়েছে। লিখিতভাবেও অভিযোগ করেছে। আম্পায়ারের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’

যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠা সেই সাব্বির অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই আজ ঘটেনি! আজকের পত্রিকাকে সাব্বির বলেছেন, ‘আজ আমাদের সঙ্গে তাদের খেলা ছিল না। এমনটা আমি কেন করব? ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। গত ম্যাচে (১৩ জুন) তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু না। ব্যক্তিগত রাগ থেকে এমন হতে পারে। এখন সেই ম্যাচের অভিযোগ হলে আমি মেনে নেব। আমি এমন কিছুই করিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত