নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বর্ণবাদের অভিযোগ এসেছে সাব্বির রহমানের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানি লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এরই মধ্যে শেখ জামাল সিসিডিএমকে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র জানিয়েছে, ঘটনাটা আজ সকালের। বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলছিল শেখ জামাল। ডিওএইচএস ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এ সময় দুপুরে দ্বিতীয় ম্যাচে খেলতে বিকেএসপিতে পৌঁছায় সাব্বিরদের রূপগঞ্জ। চার নম্বর মাঠে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে হঠাৎ ইট ছুড়ে মারেন সাব্বির। শেখ জামাল সূত্রে জানা যায়, সাব্বির নাকি সানিকে ‘কাইল্লা’ ‘কাইল্লা’ বলে গালি দিয়েছেন! বিষয়টি দ্রুত আম্পায়ারকে অবহিত করেন সানি।
ম্যাচ শেষে শেখ জামাল লিখিতভাবে সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেছেন ‘সাব্বিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাকে ফোনে জানানো হয়েছে। লিখিতভাবেও অভিযোগ করেছে। আম্পায়ারের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’
যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠা সেই সাব্বির অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই আজ ঘটেনি! আজকের পত্রিকাকে সাব্বির বলেছেন, ‘আজ আমাদের সঙ্গে তাদের খেলা ছিল না। এমনটা আমি কেন করব? ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। গত ম্যাচে (১৩ জুন) তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু না। ব্যক্তিগত রাগ থেকে এমন হতে পারে। এখন সেই ম্যাচের অভিযোগ হলে আমি মেনে নেব। আমি এমন কিছুই করিনি।’
ঢাকা: বর্ণবাদের অভিযোগ এসেছে সাব্বির রহমানের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানি লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এরই মধ্যে শেখ জামাল সিসিডিএমকে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র জানিয়েছে, ঘটনাটা আজ সকালের। বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলছিল শেখ জামাল। ডিওএইচএস ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এ সময় দুপুরে দ্বিতীয় ম্যাচে খেলতে বিকেএসপিতে পৌঁছায় সাব্বিরদের রূপগঞ্জ। চার নম্বর মাঠে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে হঠাৎ ইট ছুড়ে মারেন সাব্বির। শেখ জামাল সূত্রে জানা যায়, সাব্বির নাকি সানিকে ‘কাইল্লা’ ‘কাইল্লা’ বলে গালি দিয়েছেন! বিষয়টি দ্রুত আম্পায়ারকে অবহিত করেন সানি।
ম্যাচ শেষে শেখ জামাল লিখিতভাবে সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেছেন ‘সাব্বিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাকে ফোনে জানানো হয়েছে। লিখিতভাবেও অভিযোগ করেছে। আম্পায়ারের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’
যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠা সেই সাব্বির অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই আজ ঘটেনি! আজকের পত্রিকাকে সাব্বির বলেছেন, ‘আজ আমাদের সঙ্গে তাদের খেলা ছিল না। এমনটা আমি কেন করব? ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। গত ম্যাচে (১৩ জুন) তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু না। ব্যক্তিগত রাগ থেকে এমন হতে পারে। এখন সেই ম্যাচের অভিযোগ হলে আমি মেনে নেব। আমি এমন কিছুই করিনি।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে