Ajker Patrika

ভুল করে ওমানের ড্রেসিংরুমে যাচ্ছিলেন ওয়ার্নার

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৩: ০৪
ভুল করে ওমানের ড্রেসিংরুমে যাচ্ছিলেন ওয়ার্নার

ওমানের পেসার কলিমউল্লাহর বলকে যেভাবে মারতে চেয়েছিলেন, সেভাবে পারেননি ডেভিড ওয়ার্নার। শক্তি প্রয়োগ করে লং অন দিয়ে বলকে মাঠের বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে বলে একটু বাউন্স হওয়ায় টাইমিংয়ের গড়বড়ে শোয়েব খানের হাতে তালুবন্দী হন তিনি। 

এতে ওয়ার্নারের ৫৬ রানের ইনিংসটিতে দাঁড়ি পড়ে যায়। মনমতো বলটি মারতে না পারায় তাই হয়তো একটু বেশিই হতাশ ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। তা না হলে এমন ভুল করার কথা ছিল না তাঁর। আউট হওয়ার পর নিজেদের ড্রেসিংরুমের পথ না ধরে হাঁটা শুরু করেন ওমানের ড্রেসিংরুমের দিকে। 

আজ বার্বাডোজে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছেন ওয়ার্নার। শুধু ওমানের ড্রেসিংরুমের দিকেই হাঁটা শুরু করেননি তিনি, সিঁড়ি বেয়ে প্রায় ওমানের সাজঘরেই পৌঁছে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। পরে কেউ একজন অজি ব্যাটারের সংবিৎ ফেরালে তখন নিজেদের ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন তিনি। সাময়িক ‘ব্রেন ফেডের’ কারণেই এমন ভুল করে বসেছিলেন ওয়ার্নার। 

ড্রেসিংরুমের পথ ভুলে গেলেও ব্যাটিংয়ে ঠিকই সঠিক পথে ছিলেন ওয়ার্নার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া দল বিপদে, তখন অ্যাঙ্করের ভূমিকা পালন করেন ওয়ার্নার। এতে ১০৯.৮ স্ট্রাইকরেটে ওয়ানডে স্টাইলে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংস খেলার পথেই একটা রেকর্ড গড়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রানের মালিক এখন ওয়ার্নার। যাঁকে পেছনে ফেলেছেন, সেই অ্যারন ফিঞ্চ আজ বার্বাডোজের ধারাভাষ্যকক্ষে বসে নিজের রেকর্ড ভাঙতে দেখেছেন। বাঁহাতি ওপেনার যখন তাঁর ৩১২০ রানের রেকর্ড ভেঙে দেন, তখন সম্প্রচার ক্যামেরায় ধরা পড়েন ফিঞ্চ। 

জায়ান্ট স্ক্রিনে এ সময় ওয়ার্নার তাকালে দুজনে দূর থেকে সৌহার্দ্য বিনিময়ও করেন। হাতে তালি এবং থাম্ব দেখিয়ে একসময়কার সতীর্থকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। আর রেকর্ডের পরিসংখ্যানটা যে এখানেই থামছে না, সেটা বললেও চলে। বিশ্বকাপ শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সময় রানের সংখ্যাটা কত হবে সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত