Ajker Patrika

মানুষের কাছেই বিচারের ভার দিচ্ছেন সাকিব

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৩: ৫৪
মানুষের কাছেই বিচারের ভার দিচ্ছেন সাকিব

অনেক দিন ধরেই বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করছে না। এশিয়া কাপে হারার পর নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স করেছে। ফলে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়নি সাকিব আল হাসান-লিটন দাসদের। তাই বিশ্বকাপে ভালো কিছু করতে চান সাকিব। এ জন্য মিডিয়ার বাড়াবাড়ির বিষয়ে বিচার করতে চান না বাংলাদেশের অধিনায়ক। তাঁর মতে, মানুষ এ বিষয়ে বিচার করুক।

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। দল দুটি গ্রুপের অন্যান্য প্রতিপক্ষের চেয়ে অনেকটা সহজ বলে মিডিয়ায় একধরনের বাড়াবাড়ি চলছে। এতে করে মিডিয়াও বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কি না, প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন সাকিব।

সাকিব বলেছেন, ‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে বিচার করতে দেন, আমি বিচারক নই। আমি খুব বেশি কিছু বিচার করতে আসলে পছন্দ করি না। আমার মনোযোগ হচ্ছে এখন দলকে নিয়ে। আমি আশাবাদী, সবার নজর কালকের ম্যাচ নিয়ে, কীভাবে ভালো করতে পারি এবং জিততে পারি।’

আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত