Ajker Patrika

যৌন কেলেঙ্কারিতে জড়ানো আম্পায়ার এখন জুতা বিক্রেতা

আপডেট : ২৫ জুন ২০২২, ১২: ০১
যৌন কেলেঙ্কারিতে জড়ানো আম্পায়ার এখন জুতা বিক্রেতা

ক্রিকেট দিয়েই পরিচয় আসাদ রউফের। খেলোয়াড়ি জীবন শেষে তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে সাবেক পাকিস্তানি আম্পায়ার এখন লাহোর শহরে জুতা বিক্রি করছেন।

আসাদ নতুন পেশা নিয়ে এতটাই মনোযোগী যে তিনি এখন ক্রিকেটের কোনো খোঁজ-খবর রাখেন না। তিনি ব্যবসা নিয়ে সারাক্ষণ ডুবে থাকেন। সাবেক এই আম্পায়ার ক্রিকেট নিয়ে বলেছেন, ‘জীবনে বহু ম্যাচে আম্পায়ার ছিলাম। তাই নতুন করে দেখার কিছু নাই। ২০১৩ সালের পর থেকে ক্রিকেটের কোনো খবর রাখি না। একবার যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করি।’

২০১২ সালে আসাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন মুম্বাইয়ের এক মডেল। মডেল দাবি করেছিলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আসাদ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। আসাদ অবশ্য আগের মতো এখনো অস্বীকার করে বলেছেন, ‘মডেলের অভিযোগের পরের মৌসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আম্পায়ার ছিলাম। এটা সত্য যে ঘটনার পর কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে।’

সে ঘটনায় আসাদের আম্পায়ারিং ক্যারিয়ার শেষ না হলেও ২০১৩ সালের ঘটনায় তাঁর ক্যারিয়ার শেষ হয়েছিল। এর পরে আর কোনো ম্যাচে আম্পায়ারিং করেননি তিনি। অভিযোগ ছিল, জুয়াড়িদের দামি উপহার ও টাকার বিনিময়ে ফিক্সিং করেছিলেন ম্যাচে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) ২০১৬ সালে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনের সুন্দর মুহূর্ত কেটেছে আইপিএলে। এ নিয়ে এখন আর কিছু বলতে চাই না। বিসিসিআই নিজেরাই অভিযোগ করেছিল এবং তারাই সিদ্ধান্ত নিয়েছিল।’ 

আসাদ আম্পায়ারিং শুরুর অল্প সময়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সদস্য হয়েছিলেন। তিনি ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। 

আসাদ লাহোরের লান্ডা বাজারে যে দোকান চালান, সেখানে পুরোনো জুতার সঙ্গে কম দামে পুরোনো কাপড়ও বিক্রি করেন। তাঁর এ রকম দোকানের বিষয়ে বলেছেন, ‘কর্মচারীদের জন্য এই কাজ করছি। যেন ওদের সংসার চলে। আর যা-ই করি না কেন, সেটার সর্বোচ্চ স্থানে যাওয়ার চেষ্টা করি। তাই ক্রিকেটের মতো দোকানদার হিসেবেও শিখরে পৌঁছাতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত