Ajker Patrika

শেষ বিকেলে রোমাঞ্চ জাগিয়ে তুললেন সাকিব-মিরাজ

শেষ বিকেলে রোমাঞ্চ জাগিয়ে তুললেন সাকিব-মিরাজ

মিরপুরে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের লক্ষ্য ১৪৫ রান। হাতে এখনো আছে দুই দিন। তবে এই অল্প পুঁজি নিয়েই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ভারতকে এখনো করতে হবে ১০০ রান। 

ভারতের দ্বিতীয় ইনিংসের উইকেট নেওয়াটা শুরু করেছিলেন সাকিব। লোকেশ রাহুলকে নুরুল হাসান সোহানের কট বিহাইন্ড করেন বাংলাদেশি অধিনায়ক। ভারতীয় অধিনায়ক করেন ২ রান। এরপরই শুরু হয় মিরাজের স্পিন ভেলকি। চেতেশ্বর পূজারা ও শুভমন গিল-এই দুই ভারতীয় টপ অর্ডার ব্যাটারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। পূজারা ও গিল করেন ৬ ও ৭ রান। 

পূজারা ও গিলের পর মিরাজ এরপর নেন বিরাট কোহলির উইকেট। মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে মুমিনুল হকের তালুবন্দী হন কোহলি। ১ রান করে কোহলি বিদায় নিলে ৩৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। তৃতীয় দিন ভারত শেষ করেছে ৪ উইকেটে ৪৫ রানে। অক্ষর প্যাটেল অপরাজিত আছেন ২৬ রান করে এবং জয়দেব উনাদকাট ৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। 
 
৭ উইকেটে ১৯৫ রান নিয়ে চা-বিরতির পরে খেলা শুরু করে বাংলাদেশ। লিটন কয়েকটা বাউন্ডারি মেরে লিড বাড়ানোর চেষ্টা করছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৯৮ বলের ইনিংসে ৭ চারে ৭৩ রান করেন তিনি। লিটন আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২১৯ রান। লিটনের আউটের পর আর মাত্র ১২ রান যোগ করতে পারে বাংলাদেশ। ২৩১ রানে অলআউট হলে স্বাগতিকদের লিড হয় ১৪৪ রানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত