নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।
এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।
এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।
সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
১৮ মিনিট আগেফাইন লেগ দিয়ে বল সীমানা পেরোতেই উল্লাস জেসন হোল্ডারের। শেষ বলে চার মেরে দলকে জেতানোর পর এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর ডাগআউট থেকে এসে হোল্ডারের হাতে তালি দিয়ে উদযাপন করলেন গুড়াকেশ মোতি, রস্টন চেজরাও।
১ ঘণ্টা আগে৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
১২ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
১২ ঘণ্টা আগে