Ajker Patrika

‘পাকিস্তানের সঙ্গে কখনোই সিরিজ খেলতে চায় না ভারত’

আপডেট : ১৭ মে ২০২৩, ২১: ৫৪
‘পাকিস্তানের সঙ্গে কখনোই সিরিজ খেলতে চায় না ভারত’

ভেন্যু হিসেবে পাকিস্তান তো দূরে থাক, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলায় ভারতের অনীহা দীর্ঘদিনের। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারতের নাকচ করতে সময় লাগে না। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কোনো আগ্রহ নেই তাদের। 

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১৩ সালে। নাজাম শেঠি তাই নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলা যায়। সেটা যদি অস্ট্রেলিয়ার কোনো দর্শকপূর্ণ স্টেডিয়ামে হয়, তাহলে তো অনেক ভালো।’ তবে বিসিসিআই তা নাকচ করে দিয়েছে। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআই নিউজকে বলেন, ‘ভবিষ্যতে এমন সিরিজ আয়োজনের কোনো পরিকল্পনাই নেই। পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রস্তুত না।’ 

২০২৩ এশিয়া কাপ নিয়ে পিসিবি-বিসিসিআইয়ের মধ্যে দ্বন্দ্ব গত বছর থেকেই। যেখানে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে নিরাপত্তার অজুহাতে ভারতীয় দল আসতে চাচ্ছে না পাকিস্তানে। তাই ভারতকে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দেয়। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। যদিও বিসিসিআই এখনো কিছু পিসিবিকে জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত