Ajker Patrika

ভুল করার পর কোচের সঙ্গে ভারতীয় অধিনায়কের ঝগড়া

ক্রীড়া ডেস্ক    
বাজে শট খেলে আউট হয়েছেন হারমানপ্রীত কৌর। ছবি: ক্রিকইনফো
বাজে শট খেলে আউট হয়েছেন হারমানপ্রীত কৌর। ছবি: ক্রিকইনফো

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার দারুণ সুযোগ ছিল হারমানপ্রীত কৌরের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আউট হওয়ার পর ভারতের প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে তাঁর (হারমানপ্রীত) তীব্র বাদানুবাদ হয়েছে। এই ঘটনা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন আঞ্জুম চোপড়া।

অমলের সঙ্গে হারমানপ্রীতের ঝগড়ার ঘটনা মূলত গতকাল ইন্দোরে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচে ঘটেছে। ২৮৯ রানের লক্ষ্যে নেমে ১০ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় ভারত। তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানার সঙ্গে ১২২ বলে ১২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন হারমানপ্রীত। ততক্ষণে হারমানপ্রীত ৭০ রান করে ফেলেছেন। সেট ব্যাটার হয়ে গুরুত্বপূর্ণ সময়ে রীতিমতো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ভারতীয় অধিনায়ক। ৩১তম ওভারের দ্বিতীয় বলে নাটালি সাইভার ব্রান্টকে কাট করে হারমানপ্রীত সোজা শর্ট থার্ড ম্যানে এমা ল্যাম্বের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।

৭০ বলে ১০ চারে ৭০ রান করা হারমানপ্রীতের এমন আউট দেখে বিরক্ত ভারতের প্রধান কোচ অমল। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক ভিডিওতে দেখা গেছে, কীভাবে হারমানপ্রীত শট খেলতে পারতেন সেটা হাতের ইশারায় অমল বুঝিয়ে দিচ্ছেন। অধিনায়ক হারমানপ্রীতও তর্কে জড়িয়েছেন প্রধান কোচের সঙ্গে। ধারাভাষ্যকার আঞ্জুম এই ঘটনা দেখে ধারাভাষ্যকক্ষেই বলে ওঠেন, ‘আসলেই সে (অমল) সিরিয়াস।’ হারমানপ্রীতের আউটের পরও ম্যাচ জয়ের অনেক কাছাকাছি চলে গিয়েছিল ভারত। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৫৩ বলে দরকার ছিল ৫৫ রানের। কিন্তু আরেক সেট ব্যাটার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভারে হারমানপ্রীতের দল ৬ উইকেটে ২৮৪ রানে আটকে যায়।

ইনিংস সর্বোচ্চ ৮৮ রান স্মৃতিই করেছেন। ভারতীয় বাঁহাতি ব্যাটার ৯৪ বলে ৮ চারে করেন ৮৮ রান। ইংল্যান্ডের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘স্মৃতির উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ব্যাটার ছিল আমাদের। কিন্তু কী করে যে সব বদলে গেল, বুঝতে পারলাম না। ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে।’

ভারতকে ৪ রানে হারিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা উঠে গেছে শেষ চারে। ভারত ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। নিউজিল্যান্ডেরও সমান ৪ পয়েন্ট। কিন্তু নেট রানরেটের কারণে চার ও পাঁচে ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+০.৫২৬ ও -০.২৪৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অধিনায়কের সেঞ্চুরি মিস, অস্বস্তিতে দিন পার পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    
ফিফটি করলেও সেঞ্চুরি করতে পারেননি শান মাসুদ। ছবি: ক্রিকইনফো
ফিফটি করলেও সেঞ্চুরি করতে পারেননি শান মাসুদ। ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিটা প্রায় পেয়েই গিয়েছিলেন শান মাসুদ। কিন্তু মাত্র ১৩ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারলেন না তিনি। তাঁর সেঞ্চুরি মিসের দিনটাও অস্বস্তি নিয়ে শেষ করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে প্রথাগত টেস্ট মেজাজে ব্যাটিং করলেও অর্ধেক উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।

টেস্টে সবশেষ সেঞ্চুরি মাসুদ পেয়েছেন এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই প্রতিপক্ষের বিপক্ষে চলতি সিরিজে দুইবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। লাহোরে প্রথম টেস্টে তিনি আউট হয়েছিলেন ৭৬ রানে। এবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ৮৭ রানে। আজ দ্বিতীয় দিনের প্রথম দিন পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। দলীয় ৩৫ রানেই ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। ১৩তম ওভারের তৃতীয় বলে ওপেনার ইমাম উল হককে (১৭) ঘূর্ণিজাদুতে বোল্ড করেন সায়মন হারমার। উদ্বোধনী জুটি ভাঙার পর তিনে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মাসুদ। দ্বিতীয় উইকেটে ২৩০ বলে ১১১ রানের জুটি গড়েন মাসুদ ও আব্দুল্লাহ শফিক।

৫১তম ওভারের পঞ্চম বলে শফিককে ফিরিয়ে ১১১ রানের জুটি ভাঙেন হারমার। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইনসহ তাঁর সতীর্থরা জোরালো আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম রিভিউ করলে দেখা যায়, পাকিস্তানি ওপেনার শফিক লেগসাইডে যখন ঘুরাতে গেছেন, তখন সেটা শফিকের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানি ওপেনার ১৪৬ বলে ৫৭ রান করে আউট হয়েছেন।

দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পর সেই অর্থে ধস না নামলেও প্রথম দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি পাকিস্তান। যার মধ্যে সবচেয়ে বড় আক্ষেপ অধিনায়ক মাসুদের সেঞ্চুরি মিস। তাঁকে ফিরিয়েছেন কেশব মহারাজ। প্রথম দিনে খেলা হয়েছে ৯১ ওভার। সৌদ শাকিল ৪২ রানে অপরাজিত। সালমান আলী আঘা ১০ রানে ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকার হারমার, মহারাজ নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। তিনি মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুই পরিবর্তন নিয়ে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। জয় বা পরাজয় নয়, বাংলাদেশ কোচ পিটার বাটলারের লক্ষ্য এশিয়ান কাপের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে ওঠা। তাই পারফরম্যান্সের উন্নতিতেই চোখ তাঁর।

এশিয়ান কাপ বাছাইয়ের দলে দুই পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাঁদের পরিবর্তে এসেছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা।ম্যাচ দুটি সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাসহ ৯ ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তাঁরা।

জাতীয় দলের সঙ্গে অল্প সময় থাকায় মানিয়ে নেওয়াটা সহজ ছিল না তাঁদের জন্য। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’

অধিনায়ক আফঈদা খন্দকারও কথা বলেছেন বাটলারের সঙ্গে সুর মিলিয়ে। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর একসঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে। কোনোরকম সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে। কোনো সমস্যা দেখছি না।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড (৫৩)। তবু বাটলার দেখতে চান লড়াকু বাংলাদেশকে, ‘হার বা জিতের মানসিকতা নয়। এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা এটা সবার জন্য। এমনকি যে ভুটান থেকে যে নয়জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’

বাটলার আরও বলেন, ‘আমি মনে করি আমাদের বাস্তববাদী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না।’ ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৪ অক্টোবর ও ২৭ অক্টোবর।

বাংলাদেশ দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল

ডিফেন্ডার: নবীরন খাতুন আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশকে হারাতে সবকিছু করতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৭: ৪৫
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা করছে সফরকারী দল। ছবি: বিসিবি
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা করছে সফরকারী দল। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই পিছিয়ে পড়লেও সিরিজ জিততে বদ্ধপরিকর সফরকারী দল। এজন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত ক্যারিবীয়রা–এমনটাই জানালেন দলটির স্পিনার খ্যারি পিয়েরে।

প্রথম ওয়ানডের মতো সিরিজের বাকি ম্যাচদুটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটের স্লো এবং টার্নিং উইকেটে প্রথম ম্যাচে বাড়তি সুবিধা পেয়েছে স্পিনাররা। বিপরীতে বেশ ভুগতে হয়েছে ব্যাটারদের। এর প্রভাব স্কোরবোর্ডেও স্পষ্ট ছিল।

আগে ব্যাট করে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ১৩৩ রানে। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় ক্যারবীয়রা। উইকেট পক্ষে না থাকলেও ব্যাটারদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন পিয়েরে। সেই সঙ্গে ভালো জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা করছেন তাঁরা।

উইকেট নিয়ে না ভেবে নিজেদের কাজে মনোযোগ দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। পিয়েরে বলেন, ‘উইকেট স্পিন সহায়ক। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের যেকোনো উইকেটেই খেলতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামবে হবে।’

তিনি বলেন, ‘জেতার জন্য যা যা করা দরকার আমরা তা–ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন। পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার জন্য নিজেদের মধ্যে আলোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পিয়েরে বলেন, ‘আমরা বেশকিছু বিষয়ে কথা বলেছি। আমাদের কৌশল কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আমি আগেই বলেছি, আমাদের মানিয়ে নিতে হবে। সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটারদের কীভাবে রান করা থেকে বিরত রাখা যায় সেটা ভাববে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কত ম্যাচ পর উইলিয়ামসনকে পাচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৭: ৩১
লম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যাবে উইলিয়ামসনেক। সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের প্রতিনিধিত্ব করেছেন উইলিয়ামসন। ছবি: এক্স
লম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যাবে উইলিয়ামসনেক। সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের প্রতিনিধিত্ব করেছেন উইলিয়ামসন। ছবি: এক্স

লম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন কেইন উইলিয়ামসন। তারকা ব্যাটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এর আগে সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে খেলেছেন উইলিয়ামসন।

এনজেডসির কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ’ক্যাজুয়াল চুক্তি’ করেছেন সাবেক অধিনায়ক। এই চুক্তির অধীনে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট সিরিজ ও টুর্নামেন্টে খেলতে পারবেন উইলিয়ামসন।

মূলত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানোর চিন্তা থেকেই এনজেডসির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান উইলিয়ামসন। গত সাড়ে ৭ মাসে ইংল্যান্ডের কাউন্টিসহ একাধিক টুর্নামেন্ট খেলেছেন তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজে ফেরার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দল দেয় এনজেডসির নির্বাচক প্যানেল। ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরার কথা ছিল উইলিয়ামসনের। তাঁকে নিয়ে এবার আর অপেক্ষা বাড়ল না নিউজিল্যান্ডের।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ২৬ অক্টোবর বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। তার আগে মাঝের সময়টাতে উইলিয়ামসনকে ছাড়া ৩ সংস্করণে ২১টি ম্যাচ খেলে ফেলবে কিউইরা। ২৯ অক্টোবর ও ১ নভেম্বর বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে নিউজল্যান্ড ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত