নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
পাঁজরের চোটে সাকিব আল হাসানের চট্টগ্রাম টেস্টে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শঙ্কা কাটিয়ে অবশ্য ঠিকই খেলতে নামেন বাংলাদেশ অধিনায়ক। তবে চোটের ঝুঁকিটা ছিলই। পুরো টেস্টে তাই বোলার সাকিবকে খুব কমই পাওয়া গেছে। প্রথম ইনিংসে ১২ ওভারের বেশি বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে এক বোলার কম থাকা সত্ত্বেও বল হাতে নেননি। তিন বোলার নিয়েই তাই দ্বিতীয় ইনিংসে খেলতে হয় বাংলাদেশকে।
প্রথম ইনিংসে ব্যাটার সাকিবও দলের বিপর্যয়ে ঢাল হতে পারেননি। ৩ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তাঁর ৮৪ রানের ইনিংস বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঢাকায় দ্বিতীয় টেস্টে সাকিবকে ঘিরে অনিশ্চয়তা ডানা মেলছে। তবে টেস্ট হারের পর শেষ দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ভিন্ন কথাই বলেছেন। ঢাকা টেস্টে সাকিব শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন বলেই জানিয়েছেন ডমিঙ্গো।
তবে এতে দলের ভারসাম্য ব্যাহত হওয়া নিয়েও চিন্তিত ডমিঙ্গো। সামনের দুই-তিন দিন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘আমি এখনো শতভাগ নিশ্চিত নই সে (মিরপুর টেস্টে) বোলিং করতে পারবে কি না। তবে অবশ্যই ব্যাটার হিসেবে খেলতে পারে। এটি অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ। কারণ সে একজন অলরাউন্ডার। আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন। আমাদের আগামী দুই-তিন দিন তাকে পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সে ব্যাটার হিসেবে খেলার জন্য ফিট আছে।’
শুধু ব্যাটার হিসেবে সাকিব একাদশে থাকতে পারে জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে (সাকিব) দলের সেরা ব্যাটারদের একজন। দ্বিতীয় ইনিংসেও সে ৮০ (৮৪) রান করেছে এবং সে দলের অধিনায়কও। আপনি অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটার হিসেবেও দলে থাকার যোগ্য সে।’
সাকিব বোলিং করতে না পারায় প্রথম ইনিংসে চার বোলার নিয়ে খেলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পেসার ইবাদত হোসেনও পিঠের চোটে পড়লে আরও এক বোলার কমে যায় স্বাগতিকদের। যে কারণে ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত এমনকি লিটন দাসকেও বোলিং করতে দেখা যায়। ডমিঙ্গো বলেন, ‘সে শুধুমাত্র ব্যাটার হিসেবেও খেলতে পারে। অবশ্যই সে খুব বেশি বোলিং করেনি। কারণ এখনো কাঁধ ও আগের চোট নিয়ে ভুগছে। এটি আমাদের জন্য বড় ধাক্কা ছিল। কারণ তখন আমাদের চার বোলার নিয়ে খেলতে হয়েছে। এরপর ইবাদতও ব্যথা পেলে আমাদের হাতে শুধু তিন বোলার ছিল। এতে দলের ভারসাম্য ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। কারণ আমাদের ব্যাটিং অর্ডারের আত্মবিশ্বাস এখন খুব বেশি নয়। এ ছাড়া আমাদের বোলাররাও তেমন ব্যাটিং করতে পারে না। এটি তাদের দোষ নয়। তারা ব্যাটিংয়ের জন্য আসেনি। তবে এ কারণে আমাদের শুধু চার বোলার নিয়ে খেলতে হয়।’
পাঁজরের চোটে সাকিব আল হাসানের চট্টগ্রাম টেস্টে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শঙ্কা কাটিয়ে অবশ্য ঠিকই খেলতে নামেন বাংলাদেশ অধিনায়ক। তবে চোটের ঝুঁকিটা ছিলই। পুরো টেস্টে তাই বোলার সাকিবকে খুব কমই পাওয়া গেছে। প্রথম ইনিংসে ১২ ওভারের বেশি বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে এক বোলার কম থাকা সত্ত্বেও বল হাতে নেননি। তিন বোলার নিয়েই তাই দ্বিতীয় ইনিংসে খেলতে হয় বাংলাদেশকে।
প্রথম ইনিংসে ব্যাটার সাকিবও দলের বিপর্যয়ে ঢাল হতে পারেননি। ৩ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তাঁর ৮৪ রানের ইনিংস বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঢাকায় দ্বিতীয় টেস্টে সাকিবকে ঘিরে অনিশ্চয়তা ডানা মেলছে। তবে টেস্ট হারের পর শেষ দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ভিন্ন কথাই বলেছেন। ঢাকা টেস্টে সাকিব শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন বলেই জানিয়েছেন ডমিঙ্গো।
তবে এতে দলের ভারসাম্য ব্যাহত হওয়া নিয়েও চিন্তিত ডমিঙ্গো। সামনের দুই-তিন দিন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘আমি এখনো শতভাগ নিশ্চিত নই সে (মিরপুর টেস্টে) বোলিং করতে পারবে কি না। তবে অবশ্যই ব্যাটার হিসেবে খেলতে পারে। এটি অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ। কারণ সে একজন অলরাউন্ডার। আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন। আমাদের আগামী দুই-তিন দিন তাকে পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সে ব্যাটার হিসেবে খেলার জন্য ফিট আছে।’
শুধু ব্যাটার হিসেবে সাকিব একাদশে থাকতে পারে জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে (সাকিব) দলের সেরা ব্যাটারদের একজন। দ্বিতীয় ইনিংসেও সে ৮০ (৮৪) রান করেছে এবং সে দলের অধিনায়কও। আপনি অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটার হিসেবেও দলে থাকার যোগ্য সে।’
সাকিব বোলিং করতে না পারায় প্রথম ইনিংসে চার বোলার নিয়ে খেলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পেসার ইবাদত হোসেনও পিঠের চোটে পড়লে আরও এক বোলার কমে যায় স্বাগতিকদের। যে কারণে ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত এমনকি লিটন দাসকেও বোলিং করতে দেখা যায়। ডমিঙ্গো বলেন, ‘সে শুধুমাত্র ব্যাটার হিসেবেও খেলতে পারে। অবশ্যই সে খুব বেশি বোলিং করেনি। কারণ এখনো কাঁধ ও আগের চোট নিয়ে ভুগছে। এটি আমাদের জন্য বড় ধাক্কা ছিল। কারণ তখন আমাদের চার বোলার নিয়ে খেলতে হয়েছে। এরপর ইবাদতও ব্যথা পেলে আমাদের হাতে শুধু তিন বোলার ছিল। এতে দলের ভারসাম্য ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। কারণ আমাদের ব্যাটিং অর্ডারের আত্মবিশ্বাস এখন খুব বেশি নয়। এ ছাড়া আমাদের বোলাররাও তেমন ব্যাটিং করতে পারে না। এটি তাদের দোষ নয়। তারা ব্যাটিংয়ের জন্য আসেনি। তবে এ কারণে আমাদের শুধু চার বোলার নিয়ে খেলতে হয়।’
প্রথম দুই কোয়ার্টারে লড়াই হলো সমানে-সমান। পরের দুই কোয়ার্টারে অবশ্য শুধুই বাংলাদেশের দাপট। ছন্দময় হকির পসরা সাজিয়ে এশিয়া কাপে আজ চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে মশিউর রহমান বিপ্লবের দল। জোড়া গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান রকি ও আশরাফুল ইসলাম।
৩০ মিনিট আগে২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এটাই একমাত্র আইপিএল শিরোপা। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়নদের সঙ্গে পথচলা শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের।
৩৯ মিনিট আগেএবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস শুধু নিচের দিকেই নামছে। দুই দিন আগেও যে অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, এখন দলটি অবস্থান করছে তিন নম্বরে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার—আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের কী দুর্দশা চলছে, সেটা বোঝাতে এই দুই সিরিজ হারই যথেষ্ট। বাজে সময়ের মধ্য দিয়ে ঘুরপাক খেতে থাকা গত রাতে শারজায় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে