Ajker Patrika

বিধ্বস্ত শ্রীলঙ্কাকে যেভাবে মনে করালেন মঙ্গোলিয়ার নারীরা

বিধ্বস্ত শ্রীলঙ্কাকে যেভাবে মনে করালেন মঙ্গোলিয়ার নারীরা

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ৫০ রানে অলআউট হওয়ার ঘটনা তো সবারই জানা। কলম্বোর প্রেমাদাসায় গত পরশু ভারতের বিপক্ষে এমন বিব্রতকর স্কোর করে শ্রীলঙ্কা। সামাজিকমাধ্যমে লঙ্কানদের নিয়ে এখনো চলছে বিদ্রুপ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এশিয়ান গেমসে ঘটেছে একই রকম ঘটনা। এবার শ্রীলঙ্কার চেয়েও কম রানে গুটিয়ে গেছে মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। 

পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে আজ মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়া। টি-টোয়েন্টির এই ম্যাচটিই মঙ্গোলিয়া নারী দলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ। ১৮৮ রানের লক্ষ্যে ১৫ রানে গুটিয়ে গেছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। 

১০ ওভারের ইনিংসে কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার বাতজারগান ইচিনখুরলু। ইন্দোনেশিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন আন্দ্রিয়ানি আন্দ্রিয়ানি। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মঙ্গোলিয়ার অধিনায়ক সেন্দসুরেন আরিউন্তসেতসেগ। প্রথমে ব্যাটিং পেয়ে ইন্দোনেশিয়া ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করে। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন নি লু দেউই। ৪৮ বলের ইনিংসে ১০টি চার মেরেছেন ইন্দোনেশিয়ার এই এপেনার। মঙ্গোলিয়ার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মেন্দবায়ার এনখজুল, বাতসেতসেগ নামুনজুল, গানসুক আনুজিন ও জারগালসাইকান আরদিনিসুভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত