Ajker Patrika

ভিসা জটিলতায় এখনো ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাতে পারেনি আফগান যুবারা

ভিসা জটিলতায় এখনো ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাতে পারেনি আফগান যুবারা

দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে বাকি দলগুলো ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। অনুশীলন শেষ করে তারা প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করেছে। কিন্তু ভিসা জটিলতায় আফগানিস্তান এখনো উইন্ডিজে পৌঁছাতেই পারেনি। বাতিল করা হয়েছে আফগানদের দুটি প্রস্তুতি ম্যাচও।

আফগানদের এই ভিসা জটিলতার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি করেছে আইসিসি। তারা জানিয়েছে, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে যাচ্ছি। দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি যেন তারা ভ্রমণের অনুমতি পায়। ১৪ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলোর নতুন সূচি করা হয়েছে। এতে করে ভেন্যুতে উপস্থিত দলগুলো বিশ্বকাপ শুরুর আগে যথাযথ প্রস্তুতির সুযোগ পাবে।’ 

ইংল্যান্ড ও আমিরাতের বিপক্ষে আফগানদের প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় আগামীকাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড-আমিরাত। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে। আর ১৪ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত