Ajker Patrika

সর্বনিম্ন রানে অলআউট জিম্বাবুয়ে, হেসেখেলে সিরিজ জয় লঙ্কানদের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১২: ৪৬
সর্বনিম্ন রানে অলআউট জিম্বাবুয়ে, হেসেখেলে সিরিজ জয় লঙ্কানদের

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।

ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত