১০ অক্টোবর, ২০২৩ তারিখটা শুধু পাকিস্তান কেন, পুরো ক্রিকেট বিশ্বও চাইবে মনে রাখতে। মাঠের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দল তা স্মরণীয় করে রেখেছেই। ম্যাচ শেষের মুহূর্তটা ছিল স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৪৪ রান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
পাকিস্তান দল ভারতে আসার পর থেকেই ভক্ত-সমর্থকদের ভালোবাসা পাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান দল পা রেখেছিল হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই পাকিস্তান দলের প্রথম ভারত সফর।
হায়দরাবাদেই এখন পর্যন্ত ওয়ার্মআপ ম্যাচ, বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ার্মআপেই হেরেছে পাকিস্তান। ওশেনিয়া মহাদেশের দুই দলের সঙ্গেই অবশ্য রানের বন্যা বইয়ে দিয়েছিল বাবরের দল। এরপর গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আর গতকাল তো করেছে বিশ্বরেকর্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পাকিস্তানের নেট রানরেট এখন: +০.৯২৭।
১০ অক্টোবর, ২০২৩ তারিখটা শুধু পাকিস্তান কেন, পুরো ক্রিকেট বিশ্বও চাইবে মনে রাখতে। মাঠের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দল তা স্মরণীয় করে রেখেছেই। ম্যাচ শেষের মুহূর্তটা ছিল স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৪৪ রান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
পাকিস্তান দল ভারতে আসার পর থেকেই ভক্ত-সমর্থকদের ভালোবাসা পাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান দল পা রেখেছিল হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই পাকিস্তান দলের প্রথম ভারত সফর।
হায়দরাবাদেই এখন পর্যন্ত ওয়ার্মআপ ম্যাচ, বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ার্মআপেই হেরেছে পাকিস্তান। ওশেনিয়া মহাদেশের দুই দলের সঙ্গেই অবশ্য রানের বন্যা বইয়ে দিয়েছিল বাবরের দল। এরপর গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আর গতকাল তো করেছে বিশ্বরেকর্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পাকিস্তানের নেট রানরেট এখন: +০.৯২৭।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১০ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১২ ঘণ্টা আগে