Ajker Patrika

বিশ্বরেকর্ডের দিনটা যেভাবে আরও স্মরণীয় করে রাখল পাকিস্তান 

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৫: ৫৪
বিশ্বরেকর্ডের দিনটা যেভাবে আরও স্মরণীয় করে রাখল পাকিস্তান 

১০ অক্টোবর, ২০২৩ তারিখটা শুধু পাকিস্তান কেন, পুরো ক্রিকেট বিশ্বও চাইবে মনে রাখতে। মাঠের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দল তা স্মরণীয় করে রেখেছেই। ম্যাচ শেষের মুহূর্তটা ছিল স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। 

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৪৪ রান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’ 

পাকিস্তান দল ভারতে আসার পর থেকেই ভক্ত-সমর্থকদের ভালোবাসা পাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান দল পা রেখেছিল হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন।  ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই পাকিস্তান দলের প্রথম ভারত সফর। 

হায়দরাবাদেই এখন পর্যন্ত ওয়ার্মআপ ম্যাচ, বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ার্মআপেই হেরেছে পাকিস্তান। ওশেনিয়া মহাদেশের দুই দলের সঙ্গেই অবশ্য রানের বন্যা বইয়ে দিয়েছিল বাবরের দল। এরপর গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আর গতকাল তো করেছে বিশ্বরেকর্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পাকিস্তানের নেট রানরেট এখন: +০.৯২৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত