Ajker Patrika

বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন ইংল্যান্ড অধিনায়ক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭: ০৫
বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন ইংল্যান্ড অধিনায়ক

বড় মঞ্চে বেন স্টোকস কীভাবে জ্বলে উঠতে পারেন, তা কারও অজানা নয়। লর্ডস, হেডিংলি, মেলবোর্ন-সব ভেন্যুতেই স্টোকস মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। সেখানে ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচে  স্টোকস না খেলা প্রতিপক্ষ দলের জন্য কিছুটা স্বস্তিরই বলা চলে।

নিতম্বের চোটে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। অন্যদিকে গত ১০ দিনের মধ্যে গতকাল প্রথমবারের মতো ধর্মশালার নেটে তিনি হালকা বোলিং করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আর এই ধর্মশালাতেই বাংলাদেশের বিপক্ষে আগামীকাল খেলবে ইংল্যান্ড।

স্টোকসকে নিয়ে আজ ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে জিজ্ঞেস করা হয় বাটলারকে। তাঁর (স্টোকস) ফিটনেস নিয়ে ইংলিশ অধিনায়ক আশার কথা শুনিয়েছেন ঠিকই। তবে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই৷’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ দিতে গিয়ে চোটে পড়েছেন মুজিব উর রহমান। ধর্মশালার আউটফিল্ড নিয়ে হচ্ছে তাই সমালোচনা। আইসিসি এরই মধ্যে এই মাঠের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে। আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রটও আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইংল্যান্ড দলকে ম্যাচে খেলতে নামার আগে সতর্ক করে দিয়েছেন। মাঠের ব্যাপারে বাটলার উত্তর দিয়েছেন এ্কটু কৌশলে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ইনজুরি যে কোনো সময় হতে পারে। তবে আমার মতে, এ ব্যাপারে আপনার একটু সতর্ক হতে হবে। প্রত্যেক রান বাঁচাতে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দুই দলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। তাই আমরা এটা অজুহাত হিসেবে দিতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত