Ajker Patrika

দর্শকদের সীমা অতিক্রম না করার অনুরোধ আকমলের

ক্রীড়া ডেস্ক    
এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের মধ্যে দারুণ একটি লড়াই উপভোগ করতে চান আকমল ছবি: সংগৃহীত
এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের মধ্যে দারুণ একটি লড়াই উপভোগ করতে চান আকমল ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মাঠের লড়াই ছাপিয়ে সে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। বাইশ গজে যখন দুই দলের ক্রিকেটাররা ব্যাট–বলের লড়াইয়ে ব্যস্ত থাকেন, তখন গ্যালারিতে চলে দর্শকদের মাত্রাতিরিক্ত উন্মাদনা।

যদিও দর্শকদের মাত্রাতিরিক্ত উন্মাদনাকে ভালোভাবে নিচ্ছেন না কামরান আকমল। তাই এশিয়া কাপে পাকিস্তান–ভারত লড়াইয়ের আগে দুই দেশের দর্শকদের সীমা অতিক্রম না করার অনুরোধ করেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

এশিয়া কাপের পর্দা উঠেছে গত ৯ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। ম্যাচটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে কামরান বলেন, ‘ভারত-পাকিস্তান সম্পর্কের হিসেব সামনে আনলে এটা কঠিন সময় যাচ্ছে। আশা করছি উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে। আমি মনে করি ম্যাচটি ভালো হলেই বরং পরিস্থিতি আরও ভালো হবে।’

ভক্তদের সংযত হওয়া প্রসঙ্গে কামরান বলেন, ‘ভক্তদের উদার হৃদয় দেখানো উচিত এবং পুরো ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে আসা উচিত। যেন অতীতের মতো পরিবেশ তৈরি হয়। আমি ভক্তদের অনুরোধ করছি যেন তারা সীমা অতিক্রম না করে। হোক তারা পাকিস্তান কিংবা ভারতের দর্শক। তাদের অবশ্যই ম্যাচটি সফল করতে হবে। যাতে সামনের দিনগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ অব্যাহত থাকে।’

দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদেরকেও সংযত থাকার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘ভারত-পাকিস্তান ম্যাচের সৌন্দর্য হলো আক্রমণাত্মকতা। সেই আক্রমণাত্মকতা কীভাবে গ্রহণ করা যায় তা হলো মূল বিষয়। উভয় দলের ক্রিকেটারদের প্রতি সম্মান থাকতে হবে। ক্রিকেটারদের মনে রাখতে হবে যে এটা ভদ্রলোকের খেলা। যদি তারা এটা মনে রাখে, তাহলে আমি নিশ্চিত রবিবারের ম্যাচটি অবাধে শেষ হবে। গত বছর ওমানে একটি’ এ’ দলের ম্যাচ হয়েছিল। যেখানে সুফিয়ান মুকিম এবং অভিষেক শর্মার মধ্যে মৌখিক সংঘর্ষ হয়েছিল। আক্রমণাত্মকতা সবসময় থাকবে। তবে এটি নিয়ন্ত্রণ করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত