Ajker Patrika

বাবরকে দ্রুত ফেলে দিতে চান শরীফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবরকে দ্রুত ফেলে দিতে চান শরীফুল

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানা তিনদিন প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। এবার গন্তব্য ইসালামাবাদ। সেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল আরও তিন দিন প্রস্তুতি নেবে।  

ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই পাকিস্তান শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে তো বটেই। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১২টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি এক টেস্ট হয়েছে ড্র। এছাড়া পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। 

২১ আগষ্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বরাবরই বোলিংয়ে শক্তিশালী পাকিস্তানের ব্যাটাররাও ম্যাচের তফাৎ করে দিতে পারেন।  বাবর আজম, শান মাসুদদের মতো ব্যাটাররা আছেন পাকিস্তান দলে। স্বাগতিকদের নিয়ে সেই ধারণা আছে শরীফুল ইসলামের।  লাহোরে আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ বাবর ভাইয়ের উইকেট আমার কাছে স্বপ্নের মতো। আমি আমি দ্রতই তাকে ফেরাতে চাই। যদি করতে পারি আমার খুব ভালো লাগবে। গতবছর এলপিএলে খেলেছি একসাথে। তিনি দারুণ এক ব্যাটার। একই সঙ্গে একজন ভালো মানুষও।’

রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে  স্পষ্ট ধারণা নেই শরীফুলের। তবে উইকেটে ঘাস থাকবে বলে শুনেছেন তিনি।  সংবাদ সম্মেলনে উইকেটের প্রসঙ্গ আসতেই শরীফুলের মুখে ফুটে ওঠে একচিলতে হাসি। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন,‘আমি এখনো পিন্ডির উইকেট দেখিনি। আমরা কিছু ঘাস আশা করি। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।’

বাংলাদেশের টেস্ট সিরিজের দলে এবার যাঁরা আছেন, তাদের বেশিরভাগেরই পাকিস্তানে খেলার তেমন অভিজ্ঞতা নেই। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৮ ও ৭ ম্যাচ। তাঁরাই (সাকিব ও মুশফিক)  কন্ডিশন সম্পর্কে তরুণদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সিনিয়রদের পরামর্শ মেনে কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডি উইকেট বুঝার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত