ক্রীড়া ডেস্ক
ভারত খারাপ খেললে চুপ করে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। যাঁকে পান, তাঁকেই রীতিমতো ধুয়ে দেন গাভাস্কার। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতের কোচিং প্যানেলের ওপর ক্ষোভ ঝেড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে সিডনি টেস্টে জিততে তো হতোই। এমনকি অস্ট্রেলিয়াকে সিরিজের পঞ্চম টেস্টে হারানোর পরও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের পক্ষে আসতে হতো কিছু সমীকরণ। কিন্তু গতকাল তিন দিনে শেষ হওয়া টেস্টে ৬ উইকেটে হেরে ন্যুনতম আশাটুকু শেষ ভারতের। অথচ ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা ছিল অনেক বেশি।
ভারত নিজেদের সবশেষ ৮ টেস্টে ১ জয় পেয়েছে। ৬ হারের পাশাপাশি ১ ম্যাচ ড্র করেছে। এমন ভরাডুবির পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ মরনে মরকেলসহ পুরো কোচিং প্যানেলকে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন,‘একাধিক কোচ রাখার কোনো মানেই আমি দেখছি না। আপনি জানেন পরিস্থিতি ভিন্ন হলে তখন ভাবতে হবে।এই মুহূর্তে নয় । তবে অবশ্যই তাকে (গম্ভীর) আর তার কোচিং স্টাফকে প্রশ্ন অবশ্যই করা উচিত। আমরা যখন শুধু হেরেই চলেছি, তখন তারা কী করছেন?’
ভারতকে পেলেই ট্রাভিস হেড জ্বলে ওঠেন বলে ‘ট্রাভিস হেডেক’ উপাধি পেয়ে গেছেন তিনি। হেড ৪৪৮ রান করে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও শেষের দিকে নেমে দারুণ ব্যাটিং করেছেন। জসপ্রীত বুমরা (৩২ উইকেট), মোহাম্মদ সিরাজ (২০ উইকেট) ছাড়া ভারতের আর কোনো বোলার আশানুরূপ কিছু করতে পারেননি। বোলিং কোচের দিকে আঙুল তুলে গাভাস্কার বলেন,‘আমাদের বোলিং আরও ভালো হতে পারত। আমাদের দুই বোলার ছিল। শুধু আমাদের ক্ষেত্রেই নয়, অস্ট্রেলিয়ানদের কথা চিন্তা করুন। ট্রাভিস হেড, প্যাট কামিন্সকে কোন ধরনের বোলিং করা উচিত, সেটা নিয়ে কোনো কথাই হয়নি। বেশির ভাগ সময়ই এমনটা ঘটেছে। বোলিং কোচকে জিজ্ঞেস করে দেখুন, কী হচ্ছিল তখন?’
সিডনিতে গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। অ্যালান বোর্ডার পুরস্কার বিতরণী মঞ্চে থাকলেও গাভাস্কারকে ডাকা হয়নি। গাভাস্কারের দাবি, ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি মঞ্চে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির এমন অভিযোগের পর মুখ খুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতিতে সিএ’র এক মুখপাত্র বলেন,‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাভাস্কার পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বোর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।’
আরও পড়ুন:
ভারত খারাপ খেললে চুপ করে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। যাঁকে পান, তাঁকেই রীতিমতো ধুয়ে দেন গাভাস্কার। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতের কোচিং প্যানেলের ওপর ক্ষোভ ঝেড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে সিডনি টেস্টে জিততে তো হতোই। এমনকি অস্ট্রেলিয়াকে সিরিজের পঞ্চম টেস্টে হারানোর পরও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের পক্ষে আসতে হতো কিছু সমীকরণ। কিন্তু গতকাল তিন দিনে শেষ হওয়া টেস্টে ৬ উইকেটে হেরে ন্যুনতম আশাটুকু শেষ ভারতের। অথচ ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা ছিল অনেক বেশি।
ভারত নিজেদের সবশেষ ৮ টেস্টে ১ জয় পেয়েছে। ৬ হারের পাশাপাশি ১ ম্যাচ ড্র করেছে। এমন ভরাডুবির পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ মরনে মরকেলসহ পুরো কোচিং প্যানেলকে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন,‘একাধিক কোচ রাখার কোনো মানেই আমি দেখছি না। আপনি জানেন পরিস্থিতি ভিন্ন হলে তখন ভাবতে হবে।এই মুহূর্তে নয় । তবে অবশ্যই তাকে (গম্ভীর) আর তার কোচিং স্টাফকে প্রশ্ন অবশ্যই করা উচিত। আমরা যখন শুধু হেরেই চলেছি, তখন তারা কী করছেন?’
ভারতকে পেলেই ট্রাভিস হেড জ্বলে ওঠেন বলে ‘ট্রাভিস হেডেক’ উপাধি পেয়ে গেছেন তিনি। হেড ৪৪৮ রান করে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও শেষের দিকে নেমে দারুণ ব্যাটিং করেছেন। জসপ্রীত বুমরা (৩২ উইকেট), মোহাম্মদ সিরাজ (২০ উইকেট) ছাড়া ভারতের আর কোনো বোলার আশানুরূপ কিছু করতে পারেননি। বোলিং কোচের দিকে আঙুল তুলে গাভাস্কার বলেন,‘আমাদের বোলিং আরও ভালো হতে পারত। আমাদের দুই বোলার ছিল। শুধু আমাদের ক্ষেত্রেই নয়, অস্ট্রেলিয়ানদের কথা চিন্তা করুন। ট্রাভিস হেড, প্যাট কামিন্সকে কোন ধরনের বোলিং করা উচিত, সেটা নিয়ে কোনো কথাই হয়নি। বেশির ভাগ সময়ই এমনটা ঘটেছে। বোলিং কোচকে জিজ্ঞেস করে দেখুন, কী হচ্ছিল তখন?’
সিডনিতে গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। অ্যালান বোর্ডার পুরস্কার বিতরণী মঞ্চে থাকলেও গাভাস্কারকে ডাকা হয়নি। গাভাস্কারের দাবি, ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি মঞ্চে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির এমন অভিযোগের পর মুখ খুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতিতে সিএ’র এক মুখপাত্র বলেন,‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাভাস্কার পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বোর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।’
আরও পড়ুন:
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩৫ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে